সেনা ক্যান্টনমেন্ট এলাকার ছবি এবং স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল অমৃতসর গ্রামীণ পুলিশ। শনিবার ওই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম পলক শের মাসিহ এবং সুরজ মাসিহ। অভিযোগ, ধৃতরা অমৃতসরে সেনা ক্যান্টনমেন্ট এবং বায়ুসেনা ঘাঁটির ছবি এবং তথ্য ফাঁস করেছেন।
প্রাথমিক তদন্তে অনুমান, ধৃতদের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থার যোগ রয়েছে। সরকারি গোপনীয়তা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে। পঞ্জাব পুলিশের ডিজিপির তরফে এক্স হ্যান্ডলে এ খবর জানানো হয়েছে।
সম্প্রতি কাশ্মীরের পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার রব উঠেছে সর্বত্র। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে পাক ভিসা। আকাশপথেও কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই আবহে পাক সীমান্তের কাছে পঞ্জাবের অমৃতসরে ভারতীয় সেনা ক্যান্টমেন্ট এলাকার ছবি ও তথ্য ফাঁসের মতো অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পঞ্জাব পুলিশের ডিজিপির তরফে এক্স হ্যান্ডলে উল্লেখ করা হয়েছে যে, সেনাবাহিনীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনওরকম চেষ্টা হলেই তা কড়া হাতে রোখা হবে। দেশের সুরক্ষার স্বার্থে ভারতীয় সেনার পাশে রয়েছে পঞ্জাব পুলিশ।