Ankita Bhandari Murder Case Judgment: উত্তরাখণ্ডের কোটদ্বার সিভিল কোর্ট বহুল আলোচিত অঙ্কিতা ভণ্ডারী হত্যা মামলায় রায় ঘোষণা করেছে। আদালত প্রধান অভিযুক্ত পুলকিত আর্য, এবং তার সহযোগী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।
প্রায় দুই বছর আট মাস ধরে মামলাটি আদালতে চলেছে। বিচারক রায়ে জানান, তিন অভিযুক্ত মিলে অঙ্কিতাকে খুন ও দেহ গোপন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
রায়ের পর অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জেলে পাঠানো হয়েছে। অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভণ্ডারী ও মা সোনি ভণ্ডারী আদালতের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। বীরেন্দ্র ভণ্ডারী জানিয়েছেন, তিনি এই রায়কে অসম্পূর্ণ বিচার মনে করেন এবং উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। সোনি ভণ্ডারী বলেন, যেভাবে তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে, তাতে যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডই প্রকৃত ন্যায়বিচার।
এই মামলাকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ দেখা গিয়েছিল। বিশেষ তদন্তকারী দল (SIT) ৫০০ পৃষ্ঠার চার্জশিট পেশ করে, যাতে ৯৭ জন সাক্ষীর নাম ছিল। তার মধ্যে ৪৭ জনকে আদালতে পেশ করে অভিযোগ প্রমাণিত করা হয়। আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এই রায় দেয়।