Advertisement

Cheetah Dies at Kuno National Park: কুনো ন্যাশনাল পার্কে ফের চিতার মৃত্যু, তিন মাসে তৃতীয় মৃত্যু

ফের মৃত্যু হল কুনো ন্যাশনাল পার্কের একটি চিতার। দক্ষিণ আফ্রিকা থেকে এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল ওই চিতাদের। এবার মারা গেল মহিলা চিতা ধীরা। পার্কের ভিতরে আরেকটি চিতার সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছে সে, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আনা চিতাদের মধ্যে এই নিয়ে মোট ৩টি চিতা মারা গেল।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 May 2023,
  • अपडेटेड 5:37 PM IST
  • ফের মৃত্যু হল কুনো ন্যাশনাল পার্কের একটি চিতার।
  • দক্ষিণ আফ্রিকা থেকে এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল ওই চিতাদের।

ফের মৃত্যু হল কুনো ন্যাশনাল পার্কের একটি চিতার। দক্ষিণ আফ্রিকা থেকে এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল ওই চিতাদের। এবার মারা গেল মহিলা চিতা ধীরা। পার্কের ভিতরে আরেকটি চিতার সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছে সে, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আনা চিতাদের মধ্যে এই নিয়ে মোট ৩টি চিতা মারা গেল।

গত বছর থেকে মোট ২০টি চিতা জাতীয় উদ্যানে আনা হয়েছিল, যার মধ্যে দুটি মার্চ ও এপ্রিলে মারা গিয়েছিল। সাশা একটি বন্দী-জাত চিতা, মার্চ মাসে একটি কিডনি রোগে মারা যায়। যা তাকে ভারতে আনার আগে থেকেই ভুগছিল। ২৩ শে জানুয়ারী সে ক্লান্তি এবং দুর্বলতায় ভুগছিল। অনেক চিকিৎসা সত্ত্বেও সে মারা যায়। এপ্রিলে দ্বিতীয় চিতা উদয় জাতীয় উদ্যানে অসুস্থ অবস্থায় চিকিৎসা চলাকালীন মারা যায়।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বলেছিলেন যে পাঁচটি চিতা - তিনটি মহিলা এবং দুটি পুরুষ - জুনে বর্ষা শুরুর আগে কুনো জাতীয় উদ্যানের (কেএনপি) মুক্ত পরিবেশে অভিযোজন শিবির থেকে ছেড়ে দেওয়া হবে। মন্ত্রক আরও বলেছে যে, চিতাগুলিকে কেএনপি থেকে সরে যেতে দেওয়া হবে। তারা বিপদের মধ্যে রয়েছে এমন অঞ্চলে না যাওয়া পর্যন্ত তাদের পুনরুদ্ধার করা হবে না।

আরও পড়ুন

এখনও পর্যন্ত নামিবিয়া থেকে আনা আটটি চিতার মধ্যে চারটি কেএনপি-তে মুক্ত-পরিসরের পরিবেশে বেড়াযুক্ত অভিযোজন শিবির থেকে মুক্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের একটি বিশেষ ঘেরে নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে ছেড়ে দিয়েছিলেন। চিতা পুনঃপ্রবর্তন কর্মসূচির অংশ হিসেবে নামিবিয়া থেকে একটি বিশেষ বিমানে চিতাগুলিকে গোয়ালিয়রে আনা হয়েছিল। পরে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টারে করে প্রাণীগুলোকে জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।

ভারত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতাকে স্বাগত জানিয়েছে। কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার আগে চিতাদের দ্বিতীয় দল গোয়ালিয়রের বিমান বাহিনী স্টেশনে অবতরণ করে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement