রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আচান এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসীদের হাতে একজন ব্যাঙ্ক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এদিন সকালে আচানের বাসিন্দা সঞ্জয় পন্ডিত নামে এক ব্যক্তির ওপর গুলি চালায় জঙ্গিরা। আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের তরফ থেকে টুইট করে হামলার ঘটনার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। তিনি পুলওয়ামার আচান এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি ব্যাঙ্কে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। রবিবার সকালে স্থানীয় বাজারে গিয়েছিলেন সঞ্জয় শর্মা। সেই সময় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি লাগায় গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে টুইট করে এই হামলার কথা জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। এটি একটি পরিকল্পিত হামলার ঘটনা বলেই দাবি তদন্তকারীদের। পুলিশ আরও জানিয়েছে, গত বছর কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল। তবে গত ৪ মাসে এই প্রথমবার ফের কোনও হিন্দু নাগরিকের উপর হামলা চালাল জঙ্গিরা।
ডিআইজি রইস মহম্মদ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টার দিকে। ওই হিন্দু পণ্ডিত স্ত্রীকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন তখন সন্ত্রাসীরা গুলি চালায়। ঘটনার পর থেকে চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়। এলাকার সংখ্যালঘু বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।