Advertisement

Anurag Thakur : ডায়মন্ডহারবারে একই বাড়িতে একাধিক ধর্মের ভোটার কীভাবে? ভোটচুরির অভিযোগে অভিষেককে প্রশ্ন অনুরাগের

অনুরাগ ঠাকুর এদিন বলেন, 'নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে দেশের জনগণের ভোটাধিকারকে ছোটো করতে চায় কংগ্রেস ও বিরোধীরা। দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তারা অনুপ্রবেশকারীদের হাতে রেখে ভোটব্যাঙ্ক বাড়াতে চায়।'

Abhishek Banerjee,Anurag ThakurAbhishek Banerjee,Anurag Thakur
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 2:34 PM IST
  • বিরোধীদের ভোট চুরির অভিযোগের জবাব দিলেন অনুরাগ ঠাকুর
  • ডায়মমন্ডহারবারের ভোটে দুর্নীতি হয়েছে, অভিযোগ অনুরাগের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন। এবার তার জবাব দিলেন বিজেপি নেতা ও সাংসদ অনুরাগ ঠাকুর। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে সাংবাদিক বৈঠক থেকে অনুরাগের অভিযোগ, SIR বা ভোটার কার্ডের নিবিড় সংশোধনের কাজকে ব্যাহত করার জন্য মিথ্য়ে অভিযোগ করছেন বিরোধী দলনেতা। 

ভোট চুরির অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের সদর দফতরে ঘেরাও কর্মসূচির জন্য শক্তি প্রদর্শন করে বিজেপি বিরোধীরা। সেই বিক্ষোভের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। তিনি ক্যামেরার সামনে সাফ বলেন, 'পিকচার আভি বাকি হ্যায়। নির্বাচন কমিশন কী করে ভোট চুরি করেছে, একে একে তা তুলে ধরা হবে। ধৈর্য্য ধরুন। স্রেফ কর্ণাটকের একটি আসনেই নয়। দেশের বিভিন্ন কেন্দ্রে জালিয়াতি হয়েছে। দেখতে পাবেন, মোদি কী করে ভোট চুরি করে নির্বাচন জিতেছে।' রাহুলের এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। বিজেপির তরফেও পাল্টা আক্রমণের পথে নামা হয়। 

অনুরাগ ঠাকুর এদিন বলেন, 'নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে দেশের জনগণের ভোটাধিকারকে ছোটো করতে চায় কংগ্রেস ও বিরোধীরা।  দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তারা অনুপ্রবেশকারীদের হাতে রেখে ভোটব্যাঙ্ক বাড়াতে চায়। রাহুল গান্ধী মস্ত ভুল করছেন। নির্বাচনের সময়ও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে সংবিধান সম্পর্কে মিথ্যা প্রচার চালিয়েছেন তাঁরা। এখন ফের মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আসলে কংগ্রেসের আর কোনও ইস্যু অবশিষ্ট নেই।' 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে এক সারিতে রেখে আক্রমণ করেন অনুরাগ। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলি ও ডায়মন্ডহারবারের প্রসঙ্গ তুলে ধরেন। উদাহরণ দিয়ে বলেন, 'রায়বরেলিতে ৮৩, ১৫১, ২১৮ নম্বর বুথের সব জায়গাতে মহম্মদ কাইফ খানের নাম পাওয়া গেছে। ১৮৯ নম্বর বাড়ির ১৩১ নম্বর পোলিং বুথে ৪৭টি ভোটার আইডি নথিভুক্ত। আবার ডায়মন্ড হারবারের ১০৩ নম্বর বাড়ির ০০১১ নম্বর বাড়িতে বহু ধর্মের ভোটারের নাম মিলেছ। অভিষেক বা রাহুল তো অনেক দিনের সাংসদ, তাঁরা কি এই তথ্য জানেন না?'

Advertisement

তাঁর আরও সংযোজন, 'শুধুমাত্র প্রকৃত ভারতীয় এবং প্রকৃত নাগরিকদের ভোটাধিকার থাকা উচিত। অথচ রায়বেরেলিতে অনেক মানুষ ৩-৪টি বুথে ভোট দেন। ডায়মন্ড হারবারে খুরশিদ আলম বারবার তালিকায় আসেন, কিন্তু তাঁর বাবার নাম প্রতিবারই পরিবর্তিত হয়ে যায়। এক জায়গায় ৫২ জন ভোটার আছেন। এগুলো কীভাবে সম্ভব, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কি পদত্যাগ করবেন সেজন্য?"

মহারাষ্ট্রে নির্বাচনের সময় রাহুল গান্ধী ভোটে কারচুপির অভিযোগ করেছিলেন। সেই প্রসঙ্গের অবতারণা করে বিজেপি সাংসদের দাবি, 'মহারাষ্ট্র নির্বাচনের সময়ও কংগ্রেস ভোট চুরির অভিযোগ করেছিলেন। পরিসংখ্য়ান থেকে স্পষ্ট তাঁরা মিথ্যা বলছেন। 

Read more!
Advertisement
Advertisement