মাত্র ২ দিনে ২৫টি কুকুরকে গুলি করে খুন করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি রাজস্থানের ঝুনঝুন জেলায়। ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘুরে বেড়াত গ্রামে গ্রামে। তারপর গুলি চালিয়ে হত্যা করত পথকুকুরদের। সেই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর শিউরে উঠেছেন নেটিজেনরা।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনও হেঁটে কখনও বাইকে। তবে রাস্তায় কুকুর দেখলেই সে থেমে যাচ্ছে। তারপর বন্দুক তাক করে গুলি চালাচ্ছে কুকুকদের লক্ষ্য করে। গুলি খেয়ে রাস্তাতেই পড়ে থাকছে রক্তাক্ত সারমেয়রা।
ঘটনা ঝুনঝুনু জেলার নওয়ালগড় এলাকার কুমাবাস গ্রামের। অভিযুক্ত যুবকের নাম শ্যোচাঁদ বাওয়ারিয়ার। সে গত ২ এবং ৩ অগাস্ট বন্দুক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই দুই দিনে ২৫টিরও বেশি কুকুরকে গুলি করে।
এদিকে গ্রামের রাস্তায় ও মাঠে রক্তে ভেজা কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখার পর পুলিশে অভিযোগ দায়ের হয়। সেখানকার পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ৪ অগাস্ট এই মামলার তদন্ত শুরু করা হয়। অভিযুক্তের নাম শ্যোচাঁদ বাওয়ারি। তার বাড়ি ডুমরা গ্রামে। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পশুপ্রেমী এবং গ্রামবাসীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। তবে স্থানীয়দের দাবি, পুলিশ মুখে বললেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না।
কিছুদিন আগে তিলজলায় দুটি পথকুকুরের মৃতদেহ উদ্ধার রহস্য হয়। বিষক্রিয়ার কারণেই দুটি কুকুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। পশুপ্রেমীদের অভিযোগ, কুকুর দুটিকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দায়ের হয়। ৯ থেকে ১৫ জুনের মধ্যে তিলজলা মসজিদ বারি লেনে এই ঘটনাগুলি ঘটে। কুকুর দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।