নতুন দিল্লি-হওড়া দুরন্ত এক্সপ্রেসে (New Delhi-Howrah Duronto Express) ডাকাতি (Robbery)। বিহারের পটনায় (Patna) এই ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ট্রেনে উঠে পড়ে অন্তত ২০ জনের ডাকাত দল। দুই মহিলা যাত্রীকে ভয় দেখিয়ে টাকা-পয়সা, মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা এক মহিলার গলার হার, অন্যজনের ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ মহিলারা এই বিষয়ে হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে এক মহিলা বলেছেন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করা হয়েছে। তারা সোনার হার ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ট্রেনে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা ট্রেন থেকে পালিয়ে যায়।
জিআরপি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দানাপুর ডিভিশনে (Danapur Division)। এ কারণে অভিযোগ সেখানে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই ঘটনা সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Eklavya Chakraborty) বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। এত বড় ঘটনা ঘটলে এতক্ষণে খবর পেয়ে যেতাম। আমি খবর নেব।'