Advertisement

Operation Pimple: কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন পিম্পল, গুলির লড়াইতে খতম একাধিক জঙ্গি

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এর নাম দেওয়া হয়েছে অপারেশন পিম্পেল। এক্ষেত্রে অনুপ্রবেশ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে দুই জঙ্গি নিহত হয়েছে বলেই খবর। এই আপডেটটি ভারতীয় সেনাবাহিনী X-এ শেয়ার করেছে।

 অপারেশন পিম্পল অপারেশন পিম্পল
Aajtak Bangla
  • 08 Nov 2025,
  • अपडेटेड 10:21 AM IST
  • জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা
  • এর নাম দেওয়া হয়েছে অপারেশন পিম্পেল
  • অনুপ্রবেশ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে দুই জঙ্গি নিহত হয়েছে বলেই খবর

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এর নাম দেওয়া হয়েছে অপারেশন পিম্পল। এক্ষেত্রে অনুপ্রবেশ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে দুই জঙ্গি নিহত হয়েছে বলেই খবর। এই আপডেটটি ভারতীয় সেনাবাহিনী X-এ শেয়ার করেছে।

চিনার কর্পস-এর পক্ষ থেকে জানান হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর অপারেশন শুরু হয়। গোয়েন্দারা জানায়, অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। সেই মতো শুরু হয়ে যায় অভিযান। এখনও এলাকায় চলছে তল্লাশি।

চিনার কর্পস শুক্রবার এক্স-এ জানিয়েছিল, 'সেনারা কিছু সন্দেহজনক গতিবিধি দেখেন। তখনই তৎপর হয়ে ওঠে সেনা। তৈরি করা হয় যোগাযোগ। শেষে জঙ্গিদের ট্র্যাপ করা হয়।'

প্রসঙ্গত, বুধবার ভোরে কিশতওয়ার জেলার প্রত্যন্ত ছত্রু এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আর তার তিনদিন পর দুই জঙ্গি নিহত হয়েছে বলে খবর এসেছে।

অপারেশন পিম্পল

এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন পিম্পেল। সিকিউরিটি এজেন্সিগুলির কাছ থেকে গোয়েন্দা তথ্য পায় সেনা। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস, জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল অনুসন্ধান অভিযান শুরু করে। সেই অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়। তবে এখনও সেখানে দুই বা তিনজন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। সেই জন্যই সেনা অভিযান চলছে।

ও দিকে তেজসের জন্য ১১৩টি ইঞ্জিন কিনছে ভারত

শুক্রবার একটি চুক্তি হয়েছে দ্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং আমেরিকার জিই এরোস্পেসের মধ্যে। এই চুক্তি অনুযায়ী, ১১৩টি F404-GE-IN20 জেট ইঞ্জিন পেতে চলেছে আমাদের দেশ। আর এই ইঞ্জিন তেজসে ব্যবহার করা হবে। তাতে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা কয়েকগুণ বাড়বে। সেটা অবশ্যই পাকিস্তানের জন্য খারাপ খবর।

যতদূর জানা যাচ্ছে, ২০২৭ সাল থেকে তেজসের জন্য ইঞ্জিন পেতে শুরু করবে ভারত। ২০৩২ সালের মধ্যে সবকটি ইঞ্জিন ভারত পেয়ে যাবে। হ্যালের তরফে জানান হয়েছে, ৯৭টি তেজসের জন্য এই ইঞ্জিনগুলি কেনা হচ্ছে। যার ফলে আদতে বাড়বে বায়ুসেনার ক্ষমতা।

Advertisement

এখানে বলে রাখি, তেজস হল একটি সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফ্ট। এটি খুব কঠিন পরিস্থিতিতেও উড়তে পারে। এটি আকাশ প্রতিরক্ষার অন্যতম সেরা অস্ত্র। পাশাপাশি সমুদ্রকে সুরক্ষা দিতেও এর কোনও জুড়ি নেই। পাশাপাশি শত্রুপক্ষের উপর হানা 

Read more!
Advertisement
Advertisement