পদযাত্রা করছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ঠিক সেই সময় তাঁর উপর হামলা! আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অরবিন্দ কেজরিওয়ালকে হামলার চেষ্টা করেছে।
আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন,'অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটা স্পষ্ট যে দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালিয়েছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের কোনও ক্ষতি হলে তার দায় বিজেপির। আমরা ভয় পাই না। আম আদমি পার্টি নিজের লক্ষ্যে অটল থাকবে'।
বিজেপি কেজরিওয়ালকে হত্যা করতে চায়: অতীশি
এই ঘটনায় বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি। বলেন,' পদযাত্রার সময় বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রথমে তাঁকে ভুয়ো মামলায় গ্রেফতার করে। তিনি জেলে ছিলেন। সেখানে তাঁকে নিয়মিত ইনসুলিন দেওয়া হয়নি। আদালতের শরণাপন্ন হয়ে তিনি ইনসুলিন পান। অরবিন্দ কেজরিওয়ালের কাজ আটকে দিতে চায় বিজেপি। কেজরিওয়ালকে হত্যা করতে চায় ওরা'। তিনি মনে করিয়ে দেন, এর আগেও একাধিকবার কেজরিওয়ালের হামলার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে বিজেপি কর্মীরা জড়িত ছিল। কয়েকজন বিজেপি কর্মী অরবিন্দ কেজরিওয়ালকে মালা পরাতে এসে স্লোগান দিতে শুরু করে। তারপর হামলা করে তারা'।
আম আদমি পার্টির সিনিয়র নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিকাশপুরী পদযাত্রার সময় অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার চেষ্টা করে। তাঁর কথায়,'ইডি, সিবিআই এবং জেল খাটিয়েও কাজ হয়নি। এখন বিজেপির লোকেরা অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা করছে। কেজরিওয়ালের কিছু হলে দায়ী হবে বিজেপি'।
'কেজরিওয়ালের উপর হামলা কাপুরুষোচিত'
সৌরভ ভরদ্বাজ আরও বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল যখন তিহার জেলে ছিলেন, তখন তাঁর ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর কিডনি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। এবার এই ধরণের কাপুরুষোচিত হামলা চালাচ্ছে ওরা। মানুষ ভালোবাসা পাচ্ছেন, জনতার মাঝে তিনি যাচ্ছেন বলেই এই হামলা'।
আপের দাবি নিয়ে কী বলল বিজেপি?
অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন,'মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আপ সেটাকেই হামলা বলে চালাতে চাইছে। সাধারণ মানুষ চেয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং ওঁর বিধায়করা সেই নোংরা জল খান, যেটা তাঁদের দেওয়া হয়'।
পশ্চিম দিল্লির ডিসিপি জানিয়েছেন, এখানে অরবিন্দ কেজরিওয়ালের কোনও সফর ছিল না। বিকাশপুরী থানায় এমন কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি।