Advertisement

Ashoka University Professor Arrested: অপারেশন সিঁদুর ও কর্নেল সোফিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গ্রেফতার অধ্যাপক

'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গ্রেফতার হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অপরাশনের অন্যতম প্রধান কর্নেল সোফিয়াকেও কটাক্ষ করার অভিযোগ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান আলি খান মাহমুদাবাদের বিরুদ্ধে।

Ashoka University Professor Arrested Ashoka University Professor Arrested
Aajtak Bangla
  • 18 May 2025,
  • अपडेटेड 2:48 PM IST
  • 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গ্রেফতার অধ্যাপক
  • কর্নেল সোফিয়াকেও কটাক্ষ করার অভিযোগ রয়েছে আলি খান মাহমুদাবাদের বিরুদ্ধে
  • তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি অধ্যাপকের

'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে মারাত্মক বিপাকে পড়লেন হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জানা গিয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আলি খান মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এই অপরাশনের অন্যতম প্রধান কর্নেল সোফিয়াকেও কটাক্ষ করার অভিযোগ রয়েছে। 

BJP ইউথ উইংয়ের একটি অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়েছিল। তারপরই পাকড়াও করা হয়ে অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে। তাঁকে দিল্লিতে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁ মন্তব্য নিয়ে হরিয়ানার মহিলা কমিশনও একটি নোটিশ পাঠিয়েছে। 

মহিলা কমিশনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে অধ্যাপকের সোশ্যাল মিডিয়া পোস্টটি। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে ডানপন্থীদের উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে টিপ্পনি করার অভিযোগ উঠেছে এই অধ্যাপকের বিরুদ্ধে। তিনি লিখেছেন, 'কর্নেল সোফিয়া কুরেশির মিডিয়া ব্রিফিং লোকদেখানো। যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়'।  অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের প্রশ্ন ছিল, কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা যাঁরা করছেন, তাঁরা কেন গণপিটুনি কিংবা বুলডোজার দিয়ে সম্পত্তি ধ্বংস করার বিষয়গুলিতে মুখ খোলেন না? অধ্যাপকের যদিও বক্তব্য, তাঁর মন্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। অধ্যাপক মাহমুদাবাদ বলেন, 'আমার মন্তব্যে কোথাও নারীবিদ্বেষ নেই। আমি বরং প্রশংসা করেছি যে একজন মুসলিম নারী অফিসারকে এমন গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সামিল করা হয়েছে। আমি শুধু বলতে চেয়েছি, এই অন্তর্ভুক্তির মানসিকতা যেন দেশের অন্যান্য মুসলিম নাগরিকদের প্রতিও দেখানো হয়।'

হরিয়ানা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অজিত সিং নিশ্চিত করে জানিয়েছেন, 'অপারেশন সিঁদুর' নিয়ে মন্তব্য করার জন্যই গ্রেফতার করা হয়েছে অধ্যাপক আলি খান মাহমুদাবাদ।  সেনার মহিলা অফিসারকে অবমাননা এবং সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মহিলা কমিশনের মতে, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা সেনাবাহিনীর মহিলা সদস্যদের সম্মানহানি ঘটাতে পারে এবং সমাজে অশান্তি তৈরি করতে সক্ষম। ঘটনায় অশোকা বিশ্ববিদ্যালয় সোনেপতের ক্যাম্পাসের তরফেও এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমাদের অধ্যাপক মাহমুদাবাদকে আজ সকালে পুলিশ গ্রেফতার করেছে। আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি এবং পুলিশ ও প্রশাসনের সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করব।' 

Advertisement

হরিয়ানা পুলিশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, 'হরিয়ানা পুলিশ একজন BJP কর্মীর সামান্য অভিযোগের ভিত্তিতে এক অধ্যাপককে গ্রেফতার করে নিল? উনি তো দেশবিরোধী কিংবা পুরুষতান্ত্রিক কোনও মন্তব্য করেননি।' নিন্দা জানিয়েছেন CPIM-এর পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলিও। তিনি বলেন, 'এই ঘটনায় আমি হতবাক'। 

 

Read more!
Advertisement
Advertisement