Advertisement

Himanta Biswa Sarma: 'আমরা পরমাণু শক্তিধর, বাংলাদেশ কীভাবে উত্তর-পূর্বকে নিজেদের বলে?' চরম হুঁশিয়ারি হিমন্তের

বাংলাদেশের একাংশ ভারতের উত্তর-পূর্ব ভারতকে একীভূত করার দাবি জানাচ্ছে। এধরনের আচরণ নিরন্তর চলতে থাকলে তা সহ্য করা হবে না বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেন, এধরনের দাবি 'দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক' ভারত এ বিষয়ে চুপ থাকবে না।

হিমন্ত বিশ্ব শর্মা-মহম্মদ ইউনূসহিমন্ত বিশ্ব শর্মা-মহম্মদ ইউনূস
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 7:01 PM IST

বাংলাদেশের একাংশ ভারতের উত্তর-পূর্ব ভারতকে একীভূত করার দাবি জানাচ্ছে। এধরনের আচরণ নিরন্তর চলতে থাকলে তা সহ্য করা হবে না বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেন, এধরনের দাবি 'দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক' ভারত এ বিষয়ে চুপ থাকবে না।

সোমবার বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, "নয়াদিল্লি যদি তার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী উপাদানগুলিকে সমর্থন করা।

``গত এক বছর ধরে বারংবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত বলে মন্তব্য করছে। ভারত বিরাট একটি দেশ। পারমাণবিক শক্তি সম্পন্ন। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এসব ভাবনা আসে?''

তিনি আরও বলেন, 'এসব ভাবাও ভুল। বাংলাদেশকে কোনওভাবেই খুব বেশি সাহায্য করা উচিত নয়।'

তাঁর আরও হুঁশিয়ারি, ''আমাদের তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তারা যদি এভাবে আচরণ করতে থাকে, তাহলে আমরা চুপ করে থাকব না।'' বাংলাদেশি নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ভৌগোলিকভাবে নিরাপদ নয়। কারণ তারা ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডোর 'চিকেনস নেক'র উপর নির্ভরশীল।

Read more!
Advertisement
Advertisement