Advertisement

Nitish Kumar : অসম থেকে বিহার ভায়া দিল্লি, হিমন্তের কোন আইডিয়াতেই বাজিমাত নীতীশের

দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। সমস্ত এগজিট পোলকে মিথ্যা প্রমাণিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরেছেন তিনি। এই জয়ের কারণ কী?

Himanta Biswa Sarma,Nitish KumarHimanta Biswa Sarma,Nitish Kumar
Aajtak Bangla
  • পটনা ,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 2:20 PM IST
  • দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার
  • বিহারে এনডিএ-র বিপুল জয়ের কারণ নাকি হিমন্তের এক পরিকল্পনা

দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। সমস্ত এগজিট পোলকে মিথ্যা প্রমাণিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরেছেন তিনি। এই জয়ের কারণ কী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিহারে NDA-এর এই জয়ের পিছনে রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাত। কারণ তিনিই 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা'-র পরিকল্পনা দিয়েছিলেন নীতীশকে। তা বাস্তবায়িত করা হয় সরকারের তরফে। তারপরই চমকপ্রদ ফল। 

এবার বিহারে ভোটের আগে 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা'-য় ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠায় নীতীশ সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই 'টাকার খেলা' বাজিমাত করে। দুই দফায় মিলে মহিলাদের ভোটদান বেড়ে যায় আগের বারের তুলনায় ১২ শতাংশ। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, NDA নেতারা এই 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা'-র জন্য হিমন্তকে কৃতিত্ব দিচ্ছেন। শর্মা নিজেও জানিয়েছেন, নীতীশ কুমারের অনুরোধে তাঁর আমলাদের বিহারে পাঠিয়েছিলেন। তাঁর আমলারা ওই যোজনার কথা বলেন। তাতে রাজিও হয়ে যায় নীতীশ কুমার সরকার। 

প্রতিবেদনে প্রকাশ, এই প্রকল্প যে হিমন্তের তা স্বীকার করে নিয়েছেন জেডিইউ নেতারা। যদিও শর্মা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩ কোটি লাখপতি দিদি প্রকল্পের ফল এটা।' 

প্রতিবেদনে আরও দাবি, ভোট প্রচারের সময় মহিলাদের জন্য আরজেডি নেতা তেজস্বী যাদব ‘মা বহি মান যোজনা’ ঘোষণা করেছিলেন। তারই পাল্টা হিসেবে নয়া পরিকল্পনার কথা ভাবেন এনডিএ নেতারা। 

যদিও ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার বিষয়টি নিযয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, এটা নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement