Advertisement

Aadhaar Card: 'NRC আবেদন করলে তবেই আধার কার্ড,' অসমে বড় ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার

NRC করলে তবেই আধার কার্ড। শনিবার নয়া ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানালেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ দমনের প্রচেষ্টা করা হচ্ছে। সেই কারণেই রাজ্যে কেউ নতুন আধার কার্ডের আবেদন করলে, তাদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনে (এনআরসি) আবেদনের রসিদ নম্বর জমা দিতে হবে।

'অবৈধ অনুপ্রবেশ রুখতে' বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর।'অবৈধ অনুপ্রবেশ রুখতে' বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2024,
  • अपडेटेड 10:46 AM IST
  • NRC করলে তবেই আধার কার্ড।
  • শনিবার নয়া ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
  • তিনি জানালেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ দমনের প্রচেষ্টা করা হচ্ছে।

NRC করলে তবেই আধার কার্ড। শনিবার নয়া ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানালেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ দমনের প্রচেষ্টা করা হচ্ছে। সেই কারণেই রাজ্যে কেউ নতুন আধার কার্ডের আবেদন করলে, তাদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনে (এনআরসি) আবেদনের রসিদ নম্বর জমা দিতে হবে।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 'ভুয়ো আবেদন বাড়ছে। চারটি জেলায় প্রত্যাশিত জনসংখ্যার থেকেও বেশি সংখ্যায় আধার কার্ডধারী রয়েছে। এটি উদ্বেগজনক।'

'আধার কার্ডের জন্য এত অ্যাপ্লিকেশন জমা পড়ছে যে, সেটা জনসংখ্যার চেয়েও বেশি... এর থেকেই সন্দেহ তৈরি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, নতুন আবেদনকারীদের এবার থেকে NRC আবেদনের রসিদ নম্বর জমা দিতে হবে,' বলেন তিনি।

আরও পড়ুন

অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অসমে অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করা। অসমে আধার পাওয়া সহজ হবে না। রাজ্য নতুন আধার কার্ড ইস্যু করার প্রক্রিয়াকে কঠোর করবে৷'

এদিন হিমন্ত বিশ্বশর্মা কিছু জেলায় অনিয়মের কথাও তুলে ধরেন। উদাহরণ দিয়ে বলেন, 'ধুবরি জেলায় জনসংখ্যার চেয়েও বেশি আধার কার্ড ইস্যু করা হয়েছিল। সম্ভবত কিছু সন্দেহভাজন লোক আধার কার্ড পেয়েছে।'

আগামী ১০ দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'কেউ যদি NRC-র জন্য অ্যাপ্লাই না করেন, তাহলে তিনি নতুন প্রসেসে আধার কার্ডও পাবেন না।' 

তবে যাদের এনআরসি প্রক্রিয়া চলাকালীন বায়োমেট্রিক্স লক করা হয়েছিল, তাদের ক্ষেত্রে এনআরসি আবেদনের রসিদ জমা দিতে হবে না। এর আওতায় প্রায় ৯.৫৫ লক্ষ মানুষ পড়বেন। ফলে এঁদের আধার কার্ড পেতে সমস্যা হবে না।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'গত দুই মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় বেশ কয়েকজনকে ধরা হয়েছে। তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Read more!
Advertisement
Advertisement