Advertisement

দুবাইয়ে চুরি মারাদোনার ঘড়ি, চোর ধরল অসম পুলিশ

আন্তর্জাতিক সহযোগিতায় দুবাই পুলিসের সঙ্গে সমন্বয় রেখে অসম পুলিশ কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে বলে জানিয়েছেন অসম পুলিস।

ছবি সৌজন্যে- অসম পুলিশের টুইটার। ছবি সৌজন্যে- অসম পুলিশের টুইটার।
  • গুয়াহাটি,
  • 11 Dec 2021,
  • अपडेटेड 3:47 PM IST
  • দুবাই পুলিশের সঙ্গে তালমিল রেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
  • অভিযুক্তের নাম ওয়াজিদ হুসেন।
  • তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হিমন্ত।

দুবাইয়ে চুরি যাওয়া প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনার বহুমূল্যের ঘড়ি উদ্ধার হল অসমে। শনিবার সে রাজ্য়ের মুখ্যমন্ত্রী জানান, দুবাই পুলিশের সঙ্গে তালমিল রেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ। অভিযুক্তের নাম ওয়াজিদ হুসেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


হিমন্ত বিশ্বশর্মা টুইট করেছেন,''আন্তর্জাতিক সহযোগিতায় দুবাই পুলিসের সঙ্গে সমন্বয় রেখে অসম পুলিশ কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। অভিযুক্ত ওয়াজিদ হুসেনকে গ্রেফতার করা হয়েছে। আইন মেনে পদক্ষেপ করা হবে।''

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মাধ্যমে দুবাই পুলিশের কাছ থেকে তথ্য পায় অসম পুলিস। শনিবার ভোর ৪টেয় শিবসাগরে অভিযুক্তের আস্তানায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় তাকে। অসম পুলিশের ডিজি জানান, মারাদোনার বহুমূল্যের হাবলোট ঘড়ি উদ্ধার করা হয়েছে। বিষয়টি মোটেও সাধারণ নয়। দুবাই ও অসম পুলিসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতায় সেটাই সম্ভব হয়েছে। 

আরও পড়ুন

জানা গিয়েছে, দুবাইয়ের একটি সংগ্রহশালায় প্রয়াত ফুটবলারের স্মৃতিবিজড়িত নানা সামগ্রী রয়েছে। সেখানে নিরাপত্তারক্ষীর কাজ করত অভিযুক্ত ওয়াজিদ হুসেন। চলতি বছরের অগাস্টে মারাদোনার দামি ঘড়িটি চুরি করে দুবাই ছাড়ে সে। চলে আসে অসমে।

শিবসাগর জেলার পুলিশ সুপার রাকেশ রৌশন জানিয়েছেন,''গোপন সূত্রে খবর পেয়ে আমরা গত রাতে অভিযান শুরু করি। ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে থাকছিল। তার কাছ থেকে ঐতিহ্যবাহী ঘড়িটি উদ্ধার করি। এখনও তদন্ত চলছে।''   

Read more!
Advertisement
Advertisement