আজ, রবিবার ৪ রাজ্যে ভোটগণনা। লোকসভা ভোটের আগে এই তিন রাজ্যের ফলাফলকে সেমিফাইনাল বলছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগঢ়ে জয় পেল বিজেপি। অন্যদিকে তেলেঙ্গানা হাত ছাড়া হল বিআরএস-এর। সেখানে ক্ষমতা দখল করল কংগ্রেস।
তিন রাজ্যের পরাজয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন। লিখেছেন, 'আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি। আদর্শের লড়াই চলবে। তেলেঙ্গানার জনগণকে আমার অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই প্রজালু তেলেঙ্গানা করার প্রতিশ্রুতি পূরণ করব। তাদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ।'
তেলেঙ্গানায় প্রাথমিক ট্রেন্ড হাসি ফোটাচ্ছে কংগ্রেস কর্মীদের। রেনুকা চৌধুরী, কংগ্রেস নেত্রী বলেন, 'এক বছর ধরে এই ফলাফলের আভাস পাচ্ছিলাম। বড় বদল হতে চলেছে বলে মনে করছিলাম। আমাদের জয় নিয়ে নিশ্চিত।'
লোকসভার সেমিফাইনালে গেরুয়া ঝড়, ৩ রাজ্য়ে বিজেপি, তেলাঙ্গানায় কংগ্রেস
রাজস্থান-মধ্যপ্রদেশে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, ছত্তিশগড়েও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে বিজেপি
৪ রাজ্যের নির্বাচনের ফলাফলের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৬ ডিসেম্বর INDIA জোটের বৈঠক ডাকলেন।
রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার পেরোল বিজেপি, কংগ্রেস এগিয়ে তেলেঙ্গানায়
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ছত্তিশগড়ে এগিয়েছিল কংগ্রেস। তবে বেলা যত বাড়ছে ততই ছত্তিশগড়ে ট্রেন্ড বদলাচ্ছে। ৯০ আসন বিশিষ্ট সেই রাজ্যে এখন কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি।
পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এছাড়াও সচিন পাইলট, রমন সিং এবং মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও পিছিয়ে রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের ডেপুটি সিএম টি এস সিং দেও। রাজস্থানের ঝোটওয়ারা থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে এবং রাজ্যবর্ধন সিং রাঠোর পিছিয়ে রয়েছেন। তেলেঙ্গানায় এগিয়ে সিএম কেসিআর।
রাজস্থান ও মধ্যপ্রদেশে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, ছত্তিশগড় ও তেলাঙ্গানায় কংগ্রেসের আসার সম্ভাবনা
মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতা প্রায় পাকা। তবে এখনও পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ।
রাজস্থানে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, এগিয়ে মধ্যপ্রদেশেও, বাকি ২ রাজ্যে এগিয়ে কংগ্রেস; হাড্ডাহাড্ডি লড়াই।
বিজেপি এগিয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে, বাকি ২ রাজ্যে এগিয়ে কংগ্রেস; হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এখনও গণনা চলছে। সব রাজ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
রাজস্থান ভিআইপি আসন সংখ্যা
সরদারপুরা - সিএম অশোক গেহলট এগিয়ে
ঝোটওয়ারা - রাজ্যবর্ধন রাঠোর (পিছিয়ে), অভিষেক চৌধুরী (কংগ্রেস) এগিয়ে
বসুন্ধরা রাজে - এগিয়ে
সচিন পাইলট - এগিয়ে
মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান (সিএম)- বুধনির থেকে এগিয়ে। নরোত্তম মিশ্র (স্বরাষ্ট্রমন্ত্রী)- দাতিয়া থেকে পিছিয়ে। কমল নাথ (প্রাক্তন মুখ্যমন্ত্রী)- ছিন্দোয়ারা থেকে এগিয়ে।
রাজস্থানের টঙ্কে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সচিন পাইলট।
মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস, রাজস্থানে এগিয়ে বিজেপি, ছত্তিশগড়ে কঠিন লড়াই
ছত্তিশগড়: পাটান আসন থেকে প্রাথমিক প্রবণতায় পিছিয়ে ভূপেশ বাঘেল।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম ট্রেন্ড চলে এসেছে। এগিয়ে রয়েছে কংগ্রেস
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু। ট্রেন্ড সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই।
রেজাল্টের আগে রাজস্থান থেকে একটা বড় আপডেট এসেছে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতারা যোগাযোগ করেছেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) প্রধান হনুমান বেনিওয়ালের সঙ্গে। বেনিওয়াল আগে এনডিএ তে ছিলেন। ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় তিনি বেরিয়ে যান। গত নির্বাচনে আরএলপি তিনটি আসন জিতেছিল।
রবিবার ভোরে দিল্লিতে উদযাপন করতে দেখা গেছে কংগ্রেস সমর্থকদের। দলের সমর্থকরা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে আসেন এবং আকবর রোডে কংগ্রেস অফিসের বাইরে আতশবাজি ফাটান।
সূত্রের খবর, রাজস্থানে কংগ্রেসের সব জয়ী প্রার্থীকে সোমবার দুপুর ১২টার মধ্যে জয়পুরে আসতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রার্থীদের সঙ্গে কথা বলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছে, মধ্যপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। শিবরাজ সিং চৌহানের সরকারের উপরেই আস্থা দেখিয়েছে জনতাজনার্দন। ছত্তিসগঢ় ও রাজস্থানে আবার 'কাঁটে কা টক্কর'। যদিও সামান্য এগিয়ে কংগ্রেস। দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় কেসিআর জমানার অবসান ঘটার ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। সে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষা একটা আভাস মাত্র। সবপক্ষই আশাবাদী, ভোটের ফল তাদের দিকেই যাবে। যার উত্তর মিলবে আজই।
লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে লিটমাট টেস্টের ফলপ্রকাশ আজ। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ় ও তেলেঙ্গানায় কে আসবে ক্ষমতায়?