ডাবল ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হল। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাওয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। বাসটি বিহারের সীতামারি থেকে দিল্লি যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ বাসটি উন্নাওয়ের বেহতা মুজাওয়ার থানা এলাকার গদা গ্রামের সামনে পৌঁছলে পেছন থেকে একটি দুধ ভর্তি দ্রুতগামী ট্যাঙ্কার সেটিকে ওভারটেক করে এবং এ সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে ডাবল ডেকার বাসটি ভেঙে চুরমার হয়ে যায়। যাত্রীরা বাস থেকে ছিটকে বের হয়ে যান।
পথচারীরা এই দুর্ঘটনার কথা পুলিশকে জানায়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বাঙ্গারমাউ থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য বাঙ্গারমাউ কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসক ১৮ জনকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা গুরুতর আহত যাত্রীদের লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করেছেন। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। উত্তরপ্রদেশের পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং মারাত্মক দুর্ঘটনার কথা স্বীকার করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিএম যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন এবং আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। তিনি 'এক্স'-এ লিখেছেন, 'উন্নাও জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি ভগবান শ্রী রামের কাছে প্রার্থণা করি যেন মৃত আত্মাদের তাঁর পায়ে স্থান দেন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন।