Advertisement

Bairabi Sairang railway line: পুজোর আগে কলকাতা থেকে মিজোরাম এক ট্রেনে, নয়া রেলপ্রকল্প উদ্বোধন মোদীর

শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের উদ্বোধন করেছেন। এই নতুন রেলপথের মাধ্যমে মিজোরাম ভারতীয় রেল মানচিত্রে স্থান পেল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 1:22 PM IST
  • শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের উদ্বোধন করেছেন।
  • এই নতুন রেলপথের মাধ্যমে মিজোরাম ভারতীয় রেল মানচিত্রে স্থান পেল।

শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের উদ্বোধন করেছেন। এই নতুন রেলপথের মাধ্যমে মিজোরাম ভারতীয় রেল মানচিত্রে স্থান পেল। অনুষ্ঠানে মোদী বিরোধীদের কটাক্ষ করে বলেন, 'বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তারা সেইসব জায়গায় মনোযোগ দিয়ে রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই মনোভাবের কারণে মিজোরামসহ সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারত ভুগতে হয়েছে।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা ভিন্ন পথের অনুসরণ করি। যারা আগে অবহেলিত ছিল, তারা এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারা এখন মূলধারায় যুক্ত হয়েছে।'

মোদীর এই সফর বর্ষণমুখর হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে না পারায় প্রধানমন্ত্রী আইজল বিমানবন্দর থেকেই রেলপথ উদ্বোধন করেন। এছাড়া উদ্বোধনের মঞ্চ থেকেই নির্বাচনী বার্তা দেন মোদী।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উত্তর-পূর্ব সফরের সমালোচনা করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'আমি খুশি যে দু’বছর পরে তিনি অবশেষে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরও আগেই সেখানে যেতেন। এতদিন ধরে সংঘর্ষ এবং মানুষের মৃত্যুর সুযোগ দেওয়া দুর্ভাগ্যজনক।'

নতুন রেলপথ উদ্বোধনের পাশাপাশি শনিবারই আইজল থেকে দিল্লি সংযোগকারী রাজ্যের প্রথম ‘সাইরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস’ চালু হয়েছে। ভৈরবী-সাইরাং রেলপ্রকল্পের ব্যয় হয়েছে ৮,০৭০ কোটি টাকা। এই রেলপথে রয়েছে ৪৫টি সুরঙ্গ এবং ১৪২টি সেতু। জানা গেছে, সাইরাং-এর কাছে ১৪৪ নম্বর সেতুটি ১১৪ মিটার উঁচু।

 

Read more!
Advertisement
Advertisement