Advertisement

Modi Yunus Meeting: মোদী-ইউনূস বৈঠক করাতে মরিয়া অনুরোধ বাংলাদেশের, হঠাত্‍ কী হল?

বিদেশমন্ত্রী আরও জানান, পাকিস্তানের কারণে সার্ক (SAARC) কার্যত অচল হয়ে পড়েছে। তাই ভারত বিমসটেককে আরও শক্তিশালী করতে চাইছে। তিনি ইঙ্গিত দেন, প্রধানমন্ত্রী মোদী আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে যোগ দিতে পারেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুহম্মদ ইউনূসপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুহম্মদ ইউনূস
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও ভারতের উদ্বেগ
  • বিমসটেকের ওপর জোর দিচ্ছে ভারত
  • সংসদ সদস্যদের প্রশ্ন ও জয়শঙ্করের জবাব

বিমসটেক (BIMSTEC) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ নিয়ে চিন্তাভাবনা করছে ভারত। সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানান।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও ভারতের উদ্বেগ

বৈঠকে একাধিক সংসদ সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানতে চান, ভারত সরকার কী ব্যবস্থা নিচ্ছে। জয়শঙ্কর জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, এই হামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে, কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। তবে ভারত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং ঢাকার প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিমসটেকের ওপর জোর দিচ্ছে ভারত

বিদেশমন্ত্রী আরও জানান, পাকিস্তানের কারণে সার্ক (SAARC) কার্যত অচল হয়ে পড়েছে। তাই ভারত বিমসটেককে আরও শক্তিশালী করতে চাইছে। তিনি ইঙ্গিত দেন, প্রধানমন্ত্রী মোদী আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে যোগ দিতে পারেন। তবে তিনি এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। এ ছাড়া, প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবেন বলেও তিনি জানান।

সংসদ সদস্যদের প্রশ্ন ও জয়শঙ্করের জবাব

সংসদীয় বৈঠকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, মণীশ তিওয়ারি, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও কংগ্রেসের মুকুল বাসনিকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আরও কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। জয়শঙ্কর জানান, ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

সীমান্ত সমস্যা ও নিরাপত্তা

বৈঠকে দক্ষিণ ভারতের কয়েকজন সংসদ সদস্য ভারতীয় জেলেদের সমস্যার বিষয়টিও উত্থাপন করেন এবং শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার অনুরোধ জানান। পাশাপাশি, পাকিস্তান ও মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক চোরাচালান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জয়শঙ্কর জানান, ভারত সরকার এসব বিষয় সম্পর্কে সচেতন এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Advertisement

ভারতের কূটনৈতিক অগ্রগতি

বৈঠকের শুরুতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংসদীয় সদস্যদের জানান।

Read more!
Advertisement
Advertisement