দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন শহরে বেআইনি ভাবে বসবাস করার জন্য বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। আরও ২১ বাংলাদেশিকে গ্রেফতার করা হল। মেঘালয়, ঠাণে, অসমে অভিযানে ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়েছে।
মেঘালয়ে পাকড়াও বাংলাদেশি
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সন্তানকে শুক্রবার হোমে পাঠানো হয়েছে। বেঙ্গালুরু থেকে ওই বাংলাদেশিরা ওপার বাংলায় ফিরছিলেন। সেই সময়ই বিএসএফের হাতে ধরা পড়েন তাঁরা। কয়েক মাস আগে তাঁরা বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন বলে জানিয়েছেন তাঁরা। বেঙ্গালুরুতে বাড়ি বাড়ি কাজ করতেন তারা। অন্য দিকে, মেঘালয়ের পশ্চিম গারো পার্বত্য জেলায় বাংলাদেশি সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এ কথা জানিয়েছে সেখানকার পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন মহিলা। ধৃতরা সাপ নিয়ে যাচ্ছিলেন।
অসমে গ্রেফতার ৬ বাংলাদেশি
অসমে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের দেশে ফিরিয়েছে অসম পুলিশ। শুক্রবার এ কথা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
ঠাণেতে গ্রেফতার ৫ বাংলাদেশি
বেআইনি ভাবে থাকার জন্য মহারাষ্ট্রের ঠাণেতে গ্রেফতার করা হয়েছে ৫ বাংলাদেশিকে। শনিবার এ খবর জানিয়েছে পুলিশ।