মুম্বই বিমানবন্দরে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সাহার থানার পুলিশ। অভিযুক্তের নাম ইকলাজ মোল্লা। যিনি প্রায় ২০ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এবং ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইকলাজ মোল্লা ২০০৫ সালে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন। পরবর্তীতে ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি করে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। জাল নথিপত্রের ভিত্তিতে ২০১৪ সালে কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একটি ভুয়ো ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন এবং সেই পাসপোর্ট ব্যবহার করেই গত ১১ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন।
সন্দেহ থেকে ধরা পড়লেন
সম্প্রতি তিনি কুয়েত থেকে ভারতে ফিরছিলেন, সেই সময় মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশন চেকের সময় তার পাসপোর্টে বারবার বাংলাদেশ সফরের রেকর্ড চোখে পড়ে অফিসারদের। সন্দেহজনক আচরণ ও সাবলীল ভারতীয় ভাষায় কথা বলতে না পারায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশি ও যাচাই-বাছাইয়ের পর প্রকাশ পায় যে তিনি বাংলাদেশি নাগরিক। এবং দীর্ঘদিন ধরে জাল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিক সেজে বসবাস করছেন।
সম্পত্তি ও পরিকল্পনা
পুলিশ জানিয়েছে, ইকলাজ কলকাতায় সম্পত্তি কিনেছিলেন। এবং শিগগিরই বাংলাদেশে থাকা তাঁর পরিবারকে ভারতে স্থায়ীভাবে নিয়ে আসার পরিকল্পনা করছিলেন। তবে তার আগেই ধরা পড়ে যান তিনি।
আইনি ব্যবস্থা ও তদন্ত
সাহার থানার পুলিশ ইকলাজ মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ, জাল নথিপত্র রাখা এবং ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পেতে তাঁকে যারা সহায়তা করেছিল, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জাল নথিপত্র চক্রের সাহায্যে তিনি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন।