দিল্লিতে বাংলাদেশি বিরোধী অভিযান চলছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক ডজনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। গত কয়েক মাস ধরেই দিল্লিতে এই অভিযান চালাচ্ছে প্রশাসন। ধৃতদের মধ্যে কয়েকজন ট্রান্সজেন্ডারের ছদ্মবেশেও থাকছিলেন বলে খবর।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার নতুন করে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দিল্লিতে বসবাস করছিলেন। আটকদের থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁদের ফের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও হস্তান্তর করা হয়েছে। তাদের শীঘ্রই বাংলাদেশে ফেরানো হবে বলে খবর।
ধৃতদের মধ্যে দিল্লির মান্দাভালি এলাকা থেকে কমপক্ষে ৬ জনকে আটক করা হয়। এঁরা সবাই মহিলা। নাম মিম আখতার, মীনা বেগম, শেখ মুন্নি, পায়েল শেখ, সোনিয়া আখতার এবং তানিয়া খান।
এঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও কয়েকজনের সন্ধান পায়। খবর মোতাবেক দিল্লির পাহাড়গঞ্জে হানা দেয়। সেখান থেকে ৫ জনকে খুঁজে বের করা হয়। তাঁদেরও নির্বাসিত করা হবে।
আর একটি অভিযানে দিল্লির আজাদপুর সব্জি মান্ডি থেকে চারজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ভারতে অনুপ্রবেশের পর ট্রেনে করে দিল্লিতে এসেছিলেন। সেখানেই বাসস্থান গড়ে থাকছিলেন। পুলিশের মতে, ট্রান্সজেন্ডারদের ছদ্মবেশে দিল্লিতে বাস করছিলেন তাঁরা। নিজেদের চেহারা পরিবর্তন করতে ছোটখাটো অস্ত্রোপচারও করিয়েছিলেন। এই চার অনুপ্রবেশকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের মাস্টারমাইন্ড-সহ আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আরও ৩০ জনের সন্ধান মিলেছে। তাঁরা বসবাস করছিলেন চেন্নাইতে। তাঁদেরও শনাক্ত করা হয়েছে।