গোমাংস নিষিদ্ধ করে দেওয়া হল অসমে। বুধবার এ কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন এক সাংবাদিক বৈঠকে গোমাংস নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন তিনি। অসমের হোটেল, রেস্তরাঁ এবং প্রকাশ্য স্থানে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে।
গোমাংস নিষিদ্ধ করা প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমরা ঠিক করেছি, অসমের কোনও হোটেল বা রেস্তরাঁয় গোমাংস পরিবেশন করা যাবে না। কোনও প্রকাশ্য অনুষ্ঠানেও গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মন্দিরের সামনে গোমাংস খাওয়া যাবে না। কিন্তু এখন পুরো রাজ্যে গোমাংস নিষিদ্ধ করা হল।
প্রসঙ্গত, মুসলিম অধ্যুষিত সামাগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে জয়ের জন্য বিজেপি ভোটারদের মধ্যে গোমাংস বিতরণ করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেন এই অভিযোগ করেছিলেন। এর পাল্টা হিমন্ত বলেছিলেন যে, তাঁকে যদি প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন কুমার বোরা চিঠি দিয়ে দাবি জানান, তা হলে তিনি গোমাংস নিষিদ্ধ করবেন।
হিমন্ত বলেছিলেন যে, গোমাংস নিয়ে হুসেনের মন্তব্যের প্রেক্ষিতে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি লিখবেন। হুসেনের মতো তিনিও গোমাংস নিষিদ্ধ চান কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করবেন। পরের বিধানসভা অধিবেশনে গোমাংস সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। কেউ খাবেন না তখন গোমাংস। সব সমস্যার সমাধান হবে।