Advertisement

Safren Hammer: ভারতে তৈরি হবে রাফালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র HAMMER, ফ্রান্সের সঙ্গে বড় ডিল

Safren Hammer: প্রথম দিকে কিছু যন্ত্রাংশ ফ্রান্স থেকে এলেও ধীরে ধীরে উৎপাদনের প্রায় ৬০ শতাংশই হবে ভারতে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল পার্টস থেকে শুরু করে সাব-অ্যাসেম্বলি, সবই দেশে তৈরি করার পরিকল্পনা। চূড়ান্ত অ্যাসেম্বলি, পরীক্ষা এবং মান যাচাইয়ের দায়িত্ব থাকবে ভারত ইলেকট্রনিক্সের হাতেই।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 1:09 AM IST

Safren Hammer: ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফ্রান্সের সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স যৌথভাবে দেশের মাটিতেই হ্যামার স্মার্ট বোমা তৈরির প্রকল্পে হাত মিলিয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেন বিএইএলের সিএমডি মনোজ জৈন এবং সাফরানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলেকজান্দ্রে জিগলার। গত বছরের এয়ারো ইন্ডিয়া অনুষ্ঠানে দুই সংস্থা যে সমঝোতা স্মারকে সই করেছিল, এবার সেই পরিকল্পনা পূর্ণাঙ্গ যৌথ উদ্যোগ সংস্থায় রূপ পেল।

নতুন সংস্থাটি প্রাইভেট লিমিটেড হবে, যেখানে দুই পক্ষেরই সমান ৫০ শতাংশ অংশীদারি থাকবে। ভারতের হাতে তৈরি হবে রাফালে যুদ্ধবিমানে ব্যবহৃত হ্যামার বোমা, যা ৭০ কিলোমিটার দূরের বাঙ্কার, কমান্ড সেন্টার বা রাডার কেন্দ্রকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যভেদ করার ক্ষমতা রাখে। মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা এবং জ্যামিং প্রতিরোধের মতো উন্নত প্রযুক্তিও রয়েছে এতে।

প্রথম দিকে কিছু যন্ত্রাংশ ফ্রান্স থেকে এলেও ধীরে ধীরে উৎপাদনের প্রায় ৬০ শতাংশই হবে ভারতে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল পার্টস থেকে শুরু করে সাব-অ্যাসেম্বলি, সবই দেশে তৈরি করার পরিকল্পনা। চূড়ান্ত অ্যাসেম্বলি, পরীক্ষা এবং মান যাচাইয়ের দায়িত্ব থাকবে ভারত ইলেকট্রনিক্সের হাতেই।

আরও পড়ুন

এতে ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা সহজেই এ অস্ত্র পাবে এবং বিদেশি নির্ভরতা কমবে। পাশাপাশি তৈরি হবে বহু নতুন কর্মসংস্থান। এই প্রকল্পে ফ্রান্স ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তর করবে, যাতে ভারত নিজস্ব দক্ষতা গড়ে তুলতে পারে।

হ্যামার বোমা শুধু রাফেল নয়, দেশীয় তেজস যুদ্ধবিমানেও ব্যবহার করা যাবে। রক্ষণাবেক্ষণ থেকে আপগ্রেড সব কাজই হবে দেশে। প্রকল্পের অংশ হিসেবে একটি ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরি হবে, যা যৌথ ইঞ্জিনিয়ারিং, উৎপাদন এবং পরিষেবা উন্নত করবে।

রক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারতের প্রতিরক্ষা উৎপাদনকে শক্তিশালী করবে এবং আধুনিক স্মার্ট অস্ত্র তৈরিতে দেশকে আরও আত্মনির্ভর করবে। ফলে প্রতিরক্ষা শিল্পে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলেই মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement