বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন জন ৩ কর্মী ও একজন গ্রাহক। শুক্রবার বেলা ১টার দিকে একটি ব্যাগে রাখা বস্তু বিস্ফোরিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। তারা নিরাপদ বলে জানা গেছে।
রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান বলে জানা যায়। ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় ফুড জয়েন্ট।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের পুলিশ কর্মকর্তা, ফায়ার আধিকারিক এবং ক্যাফের বাইরে বহু মানুষ ভিড় করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তদন্তে নেমে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
পিটিআইয় সূত্রে খবর, ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা।
দিনকয়েক আগে এই ক্যাফেতে গেছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। শুধু তিনিই নন, এই জনপ্রিয় ক্যাফে বেঙ্গালুরুর অন্যতম স্বাদ আস্বাদনের জন্য বহু সেলেব, পর্যটকেরা।