Advertisement

প্রতারণা-পরকীয়া, বয়স্ক স্বামীকে খুন ২১-এর স্ত্রী-র, গ্রেফতার শাশুড়িও

খাবারে মাদক মিশিয়ে ব্যক্তিকে খুন তাঁর স্বামী ও শাশুড়ির। মৃতের নাম লোকনাথ সিং। ঘটনা বেঙ্গালুরুর। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, গলা কেটে খুন করা হয়েছে লোকনাথকে।

Bengaluru Murder Bengaluru Murder
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 3:00 PM IST
  • খাবারে মাদক মিশিয়ে ব্যক্তিকে খুন তাঁর স্বামী ও শাশুড়ির
  • মৃতের নাম লোকনাথ সিং

খাবারে মাদক মিশিয়ে ব্যক্তিকে খুন তাঁর স্বামী ও শাশুড়ির। মৃতের নাম লোকনাথ সিং। ঘটনা বেঙ্গালুরুর। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, গলা কেটে খুন করা হয়েছে লোকনাথকে। কিন্তু পরে জানা যায়, ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে সেই ব্যক্তিকে তদ্রাচ্ছন্ন করানো হয়। পরে ছুরি চালানো হয়। সবটাই পরিকল্পনামাফিক। 

২২ মার্চ, সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীরা দেখতে পান, একটি নিরিবিলি জায়গায় গাড়ির ভিতরে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে লোকনাথের দেহ। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যশস্বিনীর সঙ্গে লোকনাথের ২০২৪ সালে বিয়ে হয়। তবে বিয়ের প্রায় ২ বছর আগে থেকে দুজনের সম্পর্ক ছিল। তা জানত না যশস্বীনির মা। বিয়ের কথাও যশস্বিনী জানায়নি তার মা-কে। আসলে যশস্বিনীর সঙ্গে লোকনাথের বয়সের পার্থক্য অনেকটা। সেই কারণে মেয়ের বিয়েতে রাজি হয়নি মহিলা। এদিকে বিয়ের কথা যাতে কেউ জানতে না পারে সেজন্য লোকনাথ তার নতুন স্ত্রী-কে মায়ের বাড়িতে রেখে দেয়। 

সব কিছু ঠিকই চলছিল। তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় সপ্তাহ দুয়েক আগে। যশস্বীনির বিয়ের কথা জানতে পারে তার মা। তা নিয়ে বাড়িতে অশান্তি হয়। লোকনাথও সেই ঝামেলায় জড়িয়ে পড়ে। এরইমধ্যে জানা যায়, লোকনাথের বিবাহ বহির্ভূত সস্পর্ক রয়েছে। তখন যশস্বীনির মা লোকনাথকে খুনের চক্রান্ত করে। 

পুলিশ জানিয়েছে, লোকনাথকে দুর্বল করার জন্য প্রথমে তার খাবারে ওষুধ মেশানো হয়। কথা বলার অজুহাতে একটি গাড়িতে করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। অটোতে করে পিছু পিছু যায় যশস্বীনির মা। তারপর পরিকল্পনা মতো গাড়ির ভিতরে খুন করে। 

লোকনাথের ঘটনা সামনে আসে যখন তার ভাই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। এও জানা যায়, এই লোকনাথের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ছিল। যার তদন্ত করছিল সিবিআই। 

Advertisement

বেঙ্গালুরুর পুলিশ আধিকারিক বিশাল কুমার বিকাশ জানিয়েছেন, যশস্বীনি ও তার মা হেমা বাইকে গ্রেফতার করা হয়েছে। তারা কেন খুন করল সেটা খতিয়ে দেখা হবে। খুনের সঙ্গে আরও কেউ জড়িত কি না সেটাও তদন্ত সাপেক্ষ বিষয়। 
 

 

Read more!
Advertisement
Advertisement