কর্নাটকের রামনগর জেলার চান্নাপাটনায় সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে এক বেসরকারি বিদ্যুৎ সংস্থার (বেসকম) চুক্তিভিত্তিক কর্মী আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, ৪২ বছর বয়সী কুমার নামের ওই কর্মীর কাছ থেকে প্রতারকরা প্রায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
কীভাবে প্রতারণা?
কুমার বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে অবস্থিত বেসকমে কাজ করতেন। কিছুদিন আগে তাঁর কাছে এক অজানা ফোন আসে। নিজেকে বিক্রম গোস্বামী পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায়, সে নাকি সিবিআই অফিসার। ফোনে কুমারকে বলা হয়, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট” করা হবে।
গ্রেফতারি এড়াতে কুমারকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়। আতঙ্কে পড়ে কুমার একের পর এক লেনদেনে মোট ১১ লক্ষ টাকা ওই প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। কিন্তু তাতেও থামেনি হয়রানি। সুইসাইড নোটে কুমার লিখেছেন, প্রতারকরা বারবার ফোন করে আরও টাকা দাবি করছিল এবং হুমকি দিচ্ছিল।
মৃত্যুর আগের মুহূর্ত
অবশেষে অসহায় কুমার চান্নাপাটনা তালুকের কেলাগেরে গ্রামে এক গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর কাছে উদ্ধার হয় একটি সুইসাইড নোট, যেখানে পুরো প্রতারণার কাহিনি লিপিবদ্ধ ছিল।
তদন্তে নেমেছে পুলিশ
খবর পেয়ে চান্নাপাটনার এমকে দোড্ডি পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে এবং প্রাথমিক মামলা দায়ের করে। পরে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সাইবার ক্রাইম থানার কাছে। পুলিশ জানিয়েছে, কুমারের পরিবারকে সহযোগিতা করা হচ্ছে এবং সাইবার জালিয়াতির পুরো চক্রটি খুঁজে বের করার চেষ্টা চলছে।