হোটেলের ছাদে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের পর মহিলার সামগ্রী লুঠ করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকায়। গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ সূত্র খবর, বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ১১২ নম্বরে ফোন করে পুলিশকে জানান নির্যাতিতা। ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতরা সকলেই ওই হোটেলে কাজ করত। এই ঘটনায় গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেছেন যে, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ওই হোটেলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহিলা।পুলিশ সূত্রে খবর, ওই মহিলা দিল্লির বাসিন্দা। তিনি বিবাহিত।
বেঙ্গালুরুতে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরুর হোয়সালা নগর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি্তে ৬ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগ উঠেছিল। ২০২১-২৩ সালে বেঙ্গালুরুতে ৪৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে চলতি মাসে জানিয়েছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা রুখতে কড়া আইন এনেছে সরকার। কিন্তু তারপরেও যে এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না, তা বার বার এই ধরনের ঘটনাই তার প্রমাণ করছে বলে মত নাগরিক সমাজের একাংশের।