Advertisement

Bhojpuri Actress Suman Kumari: হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট ফাঁস, গ্রেফতার ভোজপুরি অভিনেত্রী, উদ্ধার ৩ উঠতি মডেল

একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট ফাঁস করেছে মুম্বাই পুলিশ। অভিযান চালিয়ে এক ভোজপুরি অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুমন কুমারী নামের এই ভোজপুরি অভিনেত্রী একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেটে দালাল হিসেবে কাজ করছিলেন। মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ এই কাজটি করেছে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 7:56 AM IST
  • একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট ফাঁস করেছে মুম্বাই পুলিশ।
  • অভিযান চালিয়ে এক ভোজপুরি অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট ফাঁস করেছে মুম্বাই পুলিশ। অভিযান চালিয়ে এক ভোজপুরি অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুমন কুমারী নামের এই ভোজপুরি অভিনেত্রী একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেটে দালাল হিসেবে কাজ করছিলেন। মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ এই কাজটি করেছে।

পুলিশ জানিয়েছে, আরে কলোনির রয়্যাল পাম হোটেলে সেক্স র‍্যাকেটের খবর পেয়েছিলেন তাঁরা। সুমন কুমারী নামে এক ভোজপুরি অভিনেত্রীর কাছে ভুয়ো খদ্দের পাঠায় পুলিশ। সুমন কুমারী ওই ভুয়া গ্রাহকের সঙ্গে একটি চুক্তি করেন, যাতে তিনি প্রতিটি মডেলের জন্য ৫০ থেকে ৮০ হাজার টাকা চেয়েছিলেন। মডেলরা আগে থেকেই হোটেলে উপস্থিত ছিলেন। পুলিশ টাকা নেওয়ার সময় সুমন কুমারীকে আটক করে। হোটেল থেকে ৩ মডেলকেও উদ্ধার করা হয়েছে।

ওই মডেলরা মুম্বইয়ে স্ট্রাগল করছিলেন। সুমন কুমারী একজন ভোজপুরি অভিনেত্রী, যিনি গ্রাহকদের কাছে ওই মডেলদের পাঠাতেন। এই মডেলরা মুম্বাই এসেছিলেন চলচ্চিত্রে কেরিয়ার গড়ার জন্য। তাদের অর্থের প্রয়োজন ছিল। সুমন কুমারী তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন বলে অভিযোগ। 

আরও পড়ুন

অনেক ভোজপুরি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী সুমন কুমারী, যিনি একটি হাই প্রোফাইল সেক্স র‍্যাকেটে পিম্পের ভূমিকাতেও অভিনয় করছেন। লায়লা মজনু ছাড়াও বাপ নম্বরি বেটা দশ নম্বরির মতো ভোজপুরি কমেডি শো করেছেন সুমন। এছাড়া বুম ওটিটি চ্যানেলেও কাজ করেছেন এই অভিনেত্রী।

অভিযুক্ত সুমন ৬ বছর ধরে মুম্বইয়ে রয়েছেন। অভিনেত্রীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের সমাজসেবা শাখা। পুলিশের তদন্তে বলা হয়েছে, সুমন কুমারী ৬ বছর ধরে মুম্বইয়ে বসবাস করছেন, কিন্তু কবে থেকে তিনি এই সেক্স র‍্যাকেটের ব্যবসা করছেন, এই মুহূর্তে তার তথ্য পাওয়া যাচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement