Advertisement

Bihar Assembly Election 2025: নভেম্বরে দুই দফায় ভোট, বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Bihar Election 2025​​​​​​​: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, বিহারে দুই দফায় ভোট হবে।

বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের।বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 5:14 PM IST
  • বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
  • সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
  • আগামী ৬ নভেম্বর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ।

Bihar Election 2025: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, বিহারে দুই দফায় ভোট হবে। আগামী ৬ নভেম্বর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ। গণনা ১৪ নভেম্বর ২০২৫। বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ আগামী ২২ নভেম্বর শেষ হচ্ছে। সূত্রের খবর, ছটপুজোর পরই ভোটের আয়োজন করার অনুরোধ জানিয়েছিল একাধিক রাজনৈতিক দল। কারণ, বিহারে সেই সময় রীতিমতো উৎসবের মেজাজ থাকে। রাজ্যের বহু বাসিন্দা বাইরে থেকে ছুটি কাটাতে বাড়ি ফেরেন। ফলে তার পরপরই নির্বাচন হলে ভোটদানের হারও বাড়বে বলে মনে করছে কমিশন।

গত সপ্তাহেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশি পটনায় পৌঁছান। সেখানে রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেন। রাজ্যের নিরাপত্তা, লজিস্টিকস ও সামগ্রিকভাবে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তাঁরা। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গেও বসেন।

সেই সময়েই বিরোধী দলগুলি কমিশনের কাছে দাবি জানায়, যেন গোটা রাজ্যে এক দফাতেই ভোট করানো হয়। জেডিইউ র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, 'বিহারে আইন শৃঙ্খলার সমস্যা নেই। নকশাল রাজও নেই। মহারাষ্ট্রে যদি এক দফায় ভোট করানো যায়, তাহলে এখানে হবে না কেন?'

অন্যদিকে, ভোটের আগে আসন বণ্টন নিয়ে শেষ পর্যায়ের আলোচনা করছে INDIA ব্লক এবং এনডিএ জোট। আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, 'আমাদের জোটের আসন বণ্টনের ফর্মুলা তৈরি। খুব শীঘ্রই ঘোষণা করা হবে।'

২০২০ সালের নির্বাচনে বিজেপি ৭৪টি, নীতীশ কুমারের জেডিইউ ৪৩টি আসনে জেতে। অন্যদিকে মহাগঠবন্ধন পায় ১১০টি আসন পায়। তার মধ্যে আরজেডি ৭৫, কংগ্রেস ১৯ এবং বাম দলগুলি ১৬টি আসনে জেতে।

Bihar Election 2025 Important Dates

প্রথম দফার সূচি (৬ নভেম্বর):

নোটিফিকেশন: ১০ অক্টোবর

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১৭ অক্টোবর

ভেরিফিকেশন: ১৮ অক্টোবর

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ২০ অক্টোবর

ভোটগ্রহণ: ৬ নভেম্বর

ভোটগণনা: ১৪ নভেম্বর

Advertisement

দ্বিতীয় দফার সূচি (১১ নভেম্বর):

নোটিফিকেশন: ১৩ অক্টোবর

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ২০ অক্টোবর

ভেরিফিকেশন: ২১ অক্টোবর

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ২৩ অক্টোবর

ভোটগ্রহণ: ১১ নভেম্বর

ভোটগণনা: ১৪ নভেম্বর

বিহার ভোটের আপডেটের জন্য নজর রাখুন bangla.aajtak.in এ।

Read more!
Advertisement
Advertisement