উৎসব মিটতেই বেজে যাবে ভোটের দামামা। ছট পুজোর পরই বিহারে বিধানসভা নির্বাচন। অর্থাৎ ২৮ অক্টোবরের পরই পড়শি রাজ্যের মানুষ ভোটের লাইনে দাঁড়াবে। বাংলায় ভোট কবে?
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৩ দফায় বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। আগামী ২২ নভেম্বর শেষ হচ্ছে বিহারের চলতি বিধানসভার মেয়াদ। ফলে তার আগে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহেই ভোটমুখী বিহার সফরে যাচ্ছেন। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। খুঁটিয়ে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকাও। যা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে।
বিহারে সম্প্রতি সম্পন্ন হওয়া SIR নিয়ে জলঘোলা চলছেই। এই স্পেশাল ইনটেনসিভ রিভিউ খসড়া থেকে বাতিল হয়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম। এই নিয়ে INDIA জোটের নিশানায় নির্বাচন কমিশন। তাদের অভিযোগ, আসল ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এই সমীক্ষা চালানো হয়েছে। যদি কোনও গড়মিল থাকে তবে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও SIR বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট।
পূর্বের উদাহরণ মতোই বিহারে এবারও একাধিক দফায় নির্বাচন হবে বলেই খবর। ২০২০ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৩ দফায়। প্রথম দফায় ৭১ (২৮ অক্টোবর), দ্বিতীয় দফায় ৯৪ (৩ নভেম্বর) এবং তৃতীয় দফা ৭৮ (৭ নভেম্বর) হয়েছিল। ফলপ্রকাশ হয়েছিল ১০ নভেম্বর। ২০১৫ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল ৫ দফায়।
২৪৩ আসনের বিহার বিধানসভায় NDA সংখ্যাগরিষ্ঠ। তাদের আসন সংখ্যা ১৩১। এর মধ্যে BJP-র হাতে রয়েছে ৮০ বিধায়ক, JDU-র হাতে ৪৫ জন। INDIA ব্লকের হাতে রয়েছে ১১১ বিধায়ক। তার মধ্যে RJD ৭৭ , কংগ্রেস ১৯, CPI(ML) ১১, CPI(M) ২ এবং CPI ২।
বাংলায় কবে নির্বাচন?
বাংলায় বিধানসভা নির্বাচন আগামী বছর। ২০২১ সালে শেষবার বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল। সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৭ মে। তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলপ্রকাশও করতে হবে এর মধ্যেই। ২০২১ সালে ৮ দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল বঙ্গে। ভোট শুরু হয়েছিল ২৭ মার্চ। শেষ হয়েছিল ২৯ এপ্রিল। ফলপ্রকাশ হয় ২ মে।
এদিকে, অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পর থেকেই এরাজ্যেও এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে বড়সড় ইঙ্গিত মিলেছে। পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই গত মাসের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, সঠিক সময়ে গোটা দেশেই SIR শুরু হবে। শীঘ্রই সেই দিনক্ষণ ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে, গোটা দেশের প্রক্রিয়া দিল্লি থেকেই শুরু হল এবং তালিকায় দ্বিতীয় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ।