Advertisement

Bihar Election 2025: SIR কীভাবে শুরু হবে? গুরুত্বপূর্ণ আপডেট দিলেন জ্ঞানেশ কুমার

বিহারে ৬ ও ১১ নভেম্বর হবে দু দফায় ভোট। ভোটের ফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর। ইতিমধ্যেই বিহারে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়েছে। তা নিয়ে বিস্তর রাজনৈতিক তর্জা চলছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
Aajtak Bangla
  • পটনা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 5:56 PM IST
  • বিহারে SIR নিয়ে জ্ঞানেশ কুমার 
  • SIR চেয়েছিল রাজনৈতিক দলগুলিই
  • বাংলায় SIR কবে?

বিহারের নির্বাচনে সবচেয়ে আলোচ্য বিষয়টির নাম ভোটার লিস্টে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। আজ অর্থাত্‍ সোমবার বিহার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময়েও উঠল সেই প্রসঙ্গ। বিহারের ভোটের পরে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।  SIR নিয়ে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন,  SIR দেশজুড়ে হবে। আগেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যভিত্তিক বৈঠক হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন রাজ্যে কবে থেকে শুরু হবে SIR।

বিহারে SIR নিয়ে জ্ঞানেশ কুমার 

বিহারে ৬ ও ১১ নভেম্বর হবে দু দফায় ভোট। ভোটের ফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর। ইতিমধ্যেই বিহারে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়েছে। তা নিয়ে বিস্তর রাজনৈতিক তর্জা চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ গেলে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশের কথায়, 'নির্বাচন কমিশন ২৪ জুন থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছিল। ১ অগাস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলকে তা দেওয়া হয়েছিল। তারপর সকলকে দাবি এবং আপত্তি জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও চাইলে তাতে কোনও দাবি জানানো বা নাম যুক্ত করা যাবে।'

বিহারে দু দফায় কবে কোথায় ভোট

SIR চেয়েছিল রাজনৈতিক দলগুলিই

এরপরেই SIR নিয়ে একাধিক রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, 'এটা সত্যি যে,  SIR নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু দাবি করেছে। আবার এটাও সত্যি, SIR চেয়েছিল রাজনৈতিক দলগুলিই। এই অনুশীলনের মাধ্যমে ২২ বছর পর ভোটার তালিকার শুদ্ধিকরণ হয়েছে। আমাদের ২৪৩টি নির্বাচনী এলাকার প্রতিটিতে একজন করে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা রয়েছেন।'

বিহারে ভোটার তালিকায়  SIR প্রক্রিয়ায়  প্রায় সাড়ে ৬৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে নাম যোগ করা হয়েছে ২১ লক্ষের। 

Advertisement

বাংলায় SIR কবে?

বাংলায় এসআইআর প্রসঙ্গে গত অগাস্টে জ্ঞানেশ কুমার বলেছিলেন, 'ভোটার তালিকা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অথচ সংবিধান মেনেই কমিশনের কাজ চলছে, চলবে। কিছু রাজনৈতিক নেতা ভোটারদের ভুল তথ্য দিচ্ছেন। ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। এটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়।' এদিন SIR নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সময়েই এক সাংবাদিক পশ্চিমবঙ্গে SIR এর দিনক্ষণ জানতে চান। তার উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা SIR এর সময় এখনও নির্দিষ্ট করা হয়নি। তিনি বলেন, 'আলোচনা করে সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে।' 

সেই মতো দুর্গাপুজো মিটতেই রাজ্যে SIR  প্রক্রিয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে কমিশন।  

Read more!
Advertisement
Advertisement