Advertisement

Bihar Election Result: ১ ঘণ্টায় ম্যাজিক ফিগার পার, বিহারে NDA আবার, একাই সেঞ্চুরি হাঁকাবে BJP?

বিহারে গণনা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেল NDA। BJP একাই ১০০ পেরিয়ে যাবে? এদিকে, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আর্লি ট্রেন্ডে ছাপ ফেলতে শুরু করেছে RJD।

বিহারে কে এগিয়ে, কে পিছিয়ে? বিহারে কে এগিয়ে, কে পিছিয়ে?
Aajtak Bangla
  • পটনা, বিহার ,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 9:52 AM IST
  • গণনা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেল NDA
  • BJP একাই ১০০ পেরিয়ে যাবে?
  • একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে পারে RJD

মাত্র ১ ঘণ্টার মধ্যে ম্যাজিক ফিগার ক্রস করে গেল NDA। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। আর সকাল ৯টা ১৫ মিনিটের ট্রেন্ড বলছে ১২২ পার করে গিয়েছে RJD নেতৃত্বাধীন শাসক জোট। ১৫৬-এ পৌঁছে গিয়েছে NDA। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৮২টি আসনে।

আর্লি ট্রেন্ড বলছে ফের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে NDA। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এগিয়ে রয়েছে BJP। ৭৩টি আসনে এগিয়ে রয়েছে BJP। JDU এগিয়ে রয়েছে ৬৯টি আসনে। অন্যদিকে, মহাগঠবন্ধনের বাকি দলগুলি আশআনুরূপ ছাপ ফেলতে না পারলেও গণনার শুরু থেকে একাই জোটকে টেনে যাচ্ছে RJD। এই জোটের অন্যতম বড় দল কংগ্রেস এগিয়ে রয়েছে মোটে ১৫টি আসনে। CPI এগিয়ে রয়েছে ১টি আসনে। CPI(ML) এগিয়ে ১টি আসনে। CPIM বিহারে এখনও পর্যন্ত খাতা খোলেনি। RJD এগিয়ে রয়েছে ৬৩টি আসনে। রঘোপুর আসন থেকে অনেক ভোটে এগিয়ে তেজস্বী যাদব। 

বিহারে গণনার প্রাথমিক আভাসে দেখা যাচ্ছে, একক দল হিসাবে বিহারের ভোটে সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে RJD। এছাড়াও আর্জি ট্রেন্ড বলছে, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু থেকেই এগিয়ে রয়েছেন তেজস্বী। অন্য দিকে শুরু থেকে কিছুটা ওঠানামা করছে তেজপ্রতাপের ভোটের ট্রেন্ড। শুরুতে পিছিয়ে থাকার পরে কিছুক্ষণের জন্য এগিয়ে যান তিনি। সর্বশেষ তথ্য অনুসারে, ফের পিছিয়ে পড়েছেন তেজপ্রতাপ।

 

Read more!
Advertisement
Advertisement