Advertisement

বিহার নির্বাচনঃ প্রচার পর্বে সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা সরকারের

করোনা আবহের মধ্যেই বিহারে বেজে গেছে নির্বাচনী দামামা। প্রচারের প্রস্তুতি নিচ্ছে সমস্ত দল।  এই পরিস্থিতিতে প্রচার পর্বে সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা জারি করল বিহার সরকার।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • পটনা,
  • 10 Oct 2020,
  • अपडेटेड 7:19 PM IST
  • প্রচারে সংক্রমণ ঠেকাতে বিহার সরকারের নির্দেশিকা
  • মিছিলে 200 জনের বেশি থাকা যাবে না
  • রেডিও ও দূরদর্শনে বিনা খরচে প্রচারের ব্য়বস্থা

করোনা আবহের মধ্যেই বিহারে বেজে গেছে নির্বাচনী দামামা। প্রচারের প্রস্তুতি নিচ্ছে সমস্ত দল। 
এই পরিস্থিতিতে প্রচার পর্বে সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা জারি করল বিহার সরকার। আগামী ২৮ 
অক্টোবর থেকে বিহারে শুরু হচ্ছে নির্বাচন। প্রচার চলাকালিন রাজনৈতিক দলগুলিকে কী কী বিধি 
মানতে হবে তা নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নির্দেশিকায় বলা হয়েছে

রাজ্য সরকারের নির্দেশিকা

১. প্রচারের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
২. প্রচারের সময় বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।
৩. প্রচার মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না।
৪. মিছিলে অংশগ্রহণকারীদের পরস্পরের মধ্যে কমপক্ষে ৬ ফুটের ব্যবধান রাখতে হবে।
৫. প্রার্থী ও দলীয় কর্মী সদস্যরা পরস্পরকে জড়িয়ে ধরা, বা হাত মেলাতে পারবে না। দূরত্ব বজায় 
রাখতে হবে সাধারণ মানুষের থেকেও। 
৬. প্রতিটি নির্বাচনী সভার আগে উদ্যোক্তাদের স্যানিটাইজেশন ও পেপার ন্যাপকিনের ব্যবস্থা করতে
হবে।
৭. করোনা পরিস্থিতিতে এবার টেলিভিশনেও প্রচার করা যাবে।
৮. অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের মাধ্যমে প্রচার চালাতে পারবে দলগুলি।
৯. এই প্রচার শুধুমাত্র বিহারেই সীমাবদ্ধ থাকবে এবং এর জন্য কোনও অর্থও ব্যয় করতে হবে না।
১০ প্রতিটি দলের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ।
১১. নির্বাচনের দুদিন আগে পর্যন্ত চালানো যাবে প্রচার।

আরও পড়ুন

সংক্রমণ রুখতে ব্যবস্থা নিচ্ছে কমিশন

এদিকে কোভিড পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশনও। এপ্রসঙ্গে মুখ্য 
নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ৪৬ লক্ষের ওপর মাস্ক, ৭ লক্ষের বেশি স্যানিটাইজার 
ইউনিট, ২৩ লক্ষের বেশি গ্লাভস, ৬.৭ লক্ষের বেশি ফেস শিল্ড এবং ৬ লক্ষ পিপিই কিটের ব্যবস্থা করা
হয়েছে। এছাড়াও ভোটারদের জন্য থাকছে ৭.২ কোটি একবার ব্যবহার যোগ্য গ্লাভস।

এবারের বিহার নির্বাচন হচ্ছে মোট ৩ দফায়। ভোট গ্রহণ হবে ২৮ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বর। 
নির্বাচনের গণনা ১০ নভেম্বর।

Read more!
Advertisement
Advertisement