Advertisement

Bihar Exit Poll 2025: বিহারের মুখ্যমন্ত্রী কে? ভোট শতাংশে নীতীশের থেকে অনেক এগিয়ে তেজস্বী

বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই প্রকাশিত হয়েছে প্রথম এক্সিট পোলের ফলাফল। 'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র সমীক্ষা অনুযায়ী, বিহারের রাজনীতিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ এবং তেজস্বী যাদব নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 7:16 PM IST
  • বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই প্রকাশিত হয়েছে প্রথম এক্সিট পোলের ফলাফল।
  • 'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র সমীক্ষা অনুযায়ী, বিহারের রাজনীতিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ এবং তেজস্বী যাদব নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে।

বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই প্রকাশিত হয়েছে প্রথম এক্সিট পোলের ফলাফল। 'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র সমীক্ষা অনুযায়ী, বিহারের রাজনীতিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ এবং তেজস্বী যাদব নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে।

সমীক্ষা অনুযায়ী, ভোটের পরিপ্রেক্ষিতে এনডিএ জোট পেতে পারে প্রায় ৪৩ শতাংশ ভোট, অন্যদিকে মহাগঠবন্ধন পেতে পারে ৪১ শতাংশ। এ ছাড়া প্রশান্ত কিশোরের জনসুরজ জোট পেতে পারে ৪ শতাংশ, এবং অন্যান্য দলগুলির দখলে যেতে পারে প্রায় ১২ শতাংশ ভোট।

মুখ্যমন্ত্রী পদে কে জনপ্রিয়?
এই এক্সিট পোলে ভোটারদের প্রশ্ন করা হয়েছিল 'আপনার মতে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হওয়া উচিত?'

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে
৩৪ শতাংশ ভোটার বলেছেন তেজস্বী যাদব, ২২ শতাংশ ভোটার বলেছেন নীতিশ কুমার, বাকি ভোটাররা মত দিয়েছেন অন্য বিকল্প বা অনির্দিষ্টভাবে। এই ফলাফল স্পষ্ট করছে, মুখ্যমন্ত্রী পদে তেজস্বীর জনপ্রিয়তা নীতিশের চেয়ে বর্তমানে বেশি।

সমীক্ষার পরিসংখ্যান
'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র এই এক্সিট পোলটি বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে পরিচালিত হয়। এতে ২,১৫৪টি গ্রাম ও শহর অন্তর্ভুক্ত ছিল এবং মোট ৪২,০৩১ জন ভোটার এই সমীক্ষায় অংশ নেন। সমীক্ষাকারীরা জানান, এই নমুনা বিশ্লেষণের ভিত্তিতেই রাজ্যের রাজনৈতিক মনোভাব ও সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়েছে।

এক্সিট পোল কীভাবে আলাদা?
নির্বাচনী প্রক্রিয়ায় দুটি ধরণের সমীক্ষা হয়।

 মতামত জরিপ (Opinion Poll): ভোটগ্রহণের আগে পরিচালিত হয়, যাতে বোঝা যায় জনমতের ধারা কোন দিকে।

এক্সিট পোল (Exit Poll): ভোটগ্রহণ চলাকালীন বা শেষে করা হয়, যাতে অনুমান করা যায় কোন দল এগিয়ে রয়েছে।
বিহারের রাজনীতি বরাবরই অনিশ্চয়তায় ভরা। এক্সিট পোল তেজস্বীর পক্ষে হাওয়া দেখালেও, চূড়ান্ত ফলাফলের আগে রাজনৈতিক মহল সতর্ক। এখন নজর ২০২৫ সালের ভোটগণনার দিনে, দেখার বিষয়, বিহারের 'তখ্‌ত' কার হাতে ওঠে, নীতিশ না তেজস্বী?

 

Read more!
Advertisement
Advertisement