
২৪ ঘণ্টার মধ্যেই শপথগ্রহণ বিহারে। বৃহস্পতিবার পটনায় সকাল সাড়ে ১১টা নাগাদ গঠিত হবে নয়া বিহার সরকার। গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠানে। সূত্রের খবর, ২০ জন মন্ত্রী সহ ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে BJP নেতা সম্রাট চৌধুরী, মঙ্গল পাণ্ডে এবং বিজয় কুমার সিনহার। আবার এই বিজয় কুমার সিনহাকেই স্পিকার হিসেবে মনোনীত করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
ক্যাবিনেটে কারা?
BJP-র তরফে নীতিন নবীন, শ্রেয়সী সিং এবং রমা নিশাদ মন্ত্রিত্ব পেতে চলেছেন। দু'জন উপমুখ্যমন্ত্রীর পক্ষে জোরাল সওয়াল গেরুয়া শিবিরের। তার মধ্যে একজন মহিলাও হতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন BJP-র রেনু দেবী। তিনি এর আগেও বিহারের উপমুখ্যমন্ত্রী পদে বসেছিলেন।
JDU-র পক্ষে মন্ত্রী হতে পারেন কারা?
JDU-র অনেক মন্ত্রীকেই ফের পদ দেওয়া হতে পারে। যেমন বীরেন্দ্র যাদব, বিজয় কুমার চৌধুরী, জামা খান, শ্রবণ কুমার, লেসি সিং, রত্নেশ সাদা এবং মদন সাহানি। নতুন মন্ত্রী হতে পারেন JDU-র রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা এবং কালন্ধর মণ্ডল।
RLM থেকে উপেন্দ্র কুশওয়াহার স্ত্রী স্নেহলতাকে ক্যাবিনেটে আনা হতে পারে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা থেকে সন্তোষ কুমারকে ফের ক্যাবিনেটে রাখা হতে পারে।
উপমুখ্যমন্ত্রীর দৌড়ে আর কে?
BJP-র প্রাক্তন মন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা, মণ্ডল পাণ্ডে, নীতিন নবীন, নীতীশ মিশ্র, রেনু দেবী এবং জনক রাম ক্যাবিনেটে থাকতে পারেন। নতুন মুখের মধ্যে রয়েছে শ্রেয়সী সিং এবং রমা নিশাদ। BJP-র রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বিজয় কুমারকে ৩টি পদের জন্য ভাবা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী, স্পিকার এবং রাজ্য সভাপতি। স্পিকার কিংবা মন্ত্রিত্ব পেতে পারেন রামকৃপাল যাদবও। স্পিকারের পদের জন্য ভাবা হতে পারে প্রেম কুমারকেও।