Advertisement

'বিহারে SIR-এ ১২ জন জীবিতকে মৃত দেখানো হয়েছে', অভিযোগ শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন, বিহারের একটি ছোটো জায়গায় ১২ জন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে।

Bihar Sir Bihar Sir
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 3:24 PM IST
  • বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে
  • বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানি হয়

বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন, বিহারের একটি ছোটো জায়গায় ১২ জন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। তাঁর দাবি, বুথ লেভেল অফিসাররা ঠিকমতো কাজ করেননি। সওয়াল শুনে আদালতের প্রশ্ন, 'যাঁরা জীবিত তাঁরা কেন আদালতে আসেননি?'সিব্বলের জবাব, ভুক্তভোগীরা আদালতে এসেছেন। অন্য নানা আবেদনে ব্যস্ত রয়েছেন। 

কপিল সিব্বল বলেন,মৃত ব্যক্তিকে জীবিত দেখানোর তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে। সেজন্য সেই নামগুলো ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। সিব্বলের আরও অভিযোগ, খসড়া জারির আগে ৪ নম্বর ফর্ম পাঠানো হয়নি বা জানানো হয়নি। সেটা নির্বাচনের কমিশনের গাফিলতি। 

কপিল সিব্বলের জোরালো সওয়াল, জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্টভাবে বলা আছে, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে তখনই যখন অভিযোগকারীর কাছে প্রমাণ থাকবে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। 

এদিকে শুনানিতে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, আগের শুনানিতে আদালত বলেছিল যদি নাম গণহারে বাদ পড়ে তাহলে আদালত হস্তক্ষেপ করবে। খসড়া তালিকায় দেখা যাচ্ছে, ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। কিন্তু কমিশন এর কোনও তালিকা প্রকাশ করেনি।

এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, এটি খসড়া তালিকা মাত্র। যাঁদের আপত্তি আছে তাঁরা আপত্তি দাখিল করে সংশোধনের জন্য আবেদন করতে পারেন। খসড়া তালিকায় কিছু ত্রুটি থাকা স্বাভাবিক, তাই সংশোধনের প্রক্রিয়া এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 

এদিকে বিচারপতি সূর্যকান্ত বলেন, 'যদি কোনও জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়, তাহলে তাঁকে আদালতে হাজির করা উচিত এবং ত্রুটি সংশোধন করা উচিত।' সিব্বল পাল্টা বলেন, 'প্রায় প্রতিটি বুথেই এই অবস্থা এবং সবাইকে আদালতে আনা সম্ভব নয়।' 
 

Read more!
Advertisement
Advertisement