Advertisement

Bird Flu : বার্ড ফ্লু কাড়ল ৩ বাঘ ও এক চিতাবাঘের প্রাণ, সতর্কতা জারি

মহারাষ্ট্রের নাগপুরের গোরেওয়াড়ার প্রাণী উদ্ধারকেন্দ্রে তিনটি বাঘ ও একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, ওই প্রাণীদের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস।

bird flu bird flu
Aajtak Bangla
  • নাগপুর ,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 5:44 PM IST
  • গোরেওয়াড়ার প্রাণী উদ্ধারকেন্দ্রে তিনটি বাঘ ও একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে
  • পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, ওই প্রাণীদের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস

মহারাষ্ট্রের নাগপুরের গোরেওয়াড়ার প্রাণী উদ্ধারকেন্দ্রে তিনটি বাঘ ও একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, ওই প্রাণীদের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস। গত বছরের ডিসেম্বর মাসে প্রাণীগুলো মারা যায়। তারা অসুস্থ হয়ে পড়ার পর গোরেওয়াড়াতে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। 

জানা যাচ্ছে, ২০ ডিসেম্বর একটি বাঘ প্রথমে মারা যায়। ২৩ ডিসেম্বর অন্য দুটি মারা যায়। এদিকে সেই প্রাণীদের মৃত্যুর পর তাদের নমুনাগুলি  ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেসে পাঠানো হয়। 

গত ১ জানুয়ারি ল্যাবে নমুনার পরীক্ষার রিপোর্টে দেখা যায়, H5N1 ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। এরপরই সমস্ত রিজার্ভ এবং উদ্ধার কেন্দ্রে সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে বন দফতরের আধিকারিকরা প্রাণীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পাঠাচ্ছেন। 

ইতিমধ্যেই ২৬টি চিতাবাঘ ও ১২টি বাঘকে করা হয়েছে। তবে তারা সুস্থ। বিশেষজ্ঞদের দাবি, সংক্রামিত কারও সংস্পর্শে আসায় বা কাঁচা মাংস খাওয়ার কারণে এসব প্রাণীদের শরীরের বার্ড ফ্লুর হয়েছিল। খবরে প্রকাশ, নাগপুরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর মহারাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement