Advertisement

'সম্পূর্ণরূপে খারিজ করে', সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্যে নিশিকান্ত দুবেকে চুপ থাকার নির্দেশ নাড্ডার

দলের সাংসদ নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে করা বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন যে দুজনেরই বক্তব্যই ব্যক্তিগত। দলের এই মন্তব্য অনুমোদন করেছে না।

'সম্পূর্ণরূপে খারিজ করে', সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্যে নিশিকান্ত দুবেকে চুপ থাকার নির্দেশ নাড্ডার'সম্পূর্ণরূপে খারিজ করে', সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্যে নিশিকান্ত দুবেকে চুপ থাকার নির্দেশ নাড্ডার
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 9:21 AM IST
  • বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে শনিবার বিতর্কের জন্ম দিয়েছেন
  • তিনি বলেন, সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করতে চায় তবে সংসদের অস্তিত্ব অপ্রাসঙ্গিক হয়ে পড়ে

দলের সাংসদ নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে করা বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন যে দুজনেরই বক্তব্যই ব্যক্তিগত। দলের এই মন্তব্য অনুমোদন করেছে না। নাড্ডা লিখেছেন, 'বিচার বিভাগ ও ভারতের প্রধান বিচারপতি সম্পর্কে সাংসদ নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মার মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটি তাঁদের ব্যক্তিগত মন্তব্য। কিন্তু বিজেপি তাঁদের সঙ্গে একমত নয় এবং কখনও এই ধরনের মন্তব্য সমর্থন করে না। বিজেপি এসব মন্তব্য সম্পূর্ণরূপে খারিজ করে।' তিনি আরও যোগ করেছেন যে দুই নেতা  ও দলের অন্য সদস্যদের ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ তিনি দিয়েছেন।

নাড্ডা বিচার বিভাগের প্রতি বিজেপির শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছেন এবং এটিকে ভারতের গণতান্ত্রিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, 'বিচার বিভাগ সংবিধানের সুরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ। বিজেপি সর্বদা বিচার বিভাগকে সম্মান করে এসেছে এবং তাদের পরামর্শ ও আদেশ সানন্দে গ্রহণ করেছে। কারণ দল হিসেবে বিজেপি বিশ্বাস করে যে সুপ্রিম কোর্ট-সহ সকল আদালত আমাদের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে শনিবার বিতর্কের জন্ম দিয়েছেন। এই বলেন, সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করতে চায় তবে সংসদের অস্তিত্ব অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। X-তে একটি পোস্টে এবং পরে সংবাদমাধ্যমকে দুবে বলেন, 'যদি সুপ্রিম কোর্টকে আইন তৈরি করতে হয়, তাহলে সংসদ বন্ধ করে দেওয়া উচিত।' গোড্ডা থেকে চারবারের সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, আদালত সংসদে পাশ হওয়া আইন বাতিল করছে, এমনকি রাষ্ট্রপতিকে নির্দেশ দিচ্ছে—যিনি আবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। দুবে মনে করিয়ে দেন, সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন বানানোর অধিকার একমাত্র সংসদের। তিনি প্রশ্ন তোলেন, 'আপনি নিয়োগ কর্তৃপক্ষকে কীভাবে নির্দেশ দিতে পারেন? রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন তৈরি করে। আপনি সংসদকেই নির্দেশ দেবেন?' বিজেপি সাংসদ অভিযোগ করেন, 'সুপ্রিম কোর্টই দেশে ধর্মীয় সংঘাতের বাতাবরণ তৈরি করছে। আদালত যদি সব কিছু ঠিক করে দেয়, তাহলে সংসদ ও বিধানসভা বন্ধ করে দেওয়া উচিত। রাম মন্দির মামলায় নথিপত্রের প্রমাণ চাওয়া হয়েছিল, অথচ এই ক্ষেত্রে তা চাওয়া হয়নি।' তিনি অতীতে সুপ্রিম কোর্টের কিছু রায়কে ‘সীমা লঙ্ঘন’ হিসেবেও চিহ্নিত করেন।

Advertisement

আরও পড়ুন

সম্প্রতি, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এক সভায় তিনি বলেন, 'বিচারপতিরা যদি আইনপ্রণেতা, প্রশাসক এবং সুপার সংসদ হয়ে ওঠেন, তাহলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।'

Read more!
Advertisement
Advertisement