Advertisement

Narayan Singh Kushwaha: 'মদ্যপান ছাড়তে স্বামীদের বাড়িতেই মদ খেতে বলুন', মহিলাদের পরামর্শ মন্ত্রীর

পুরুষদের মদ্যপান থেকে বিরত থাকতে স্ত্রীদের অদ্ভুত পরামর্শ দিয়ে খবরে মধ্যপ্রদেশের এক মন্ত্রী। ভোপালে মাদকবিরোধী সচেতনতা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মধ্যপ্রদেশের সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা পরামর্শ দিয়েছেন যে মহিলাদের উচিত তাদের স্বামীদের বাইরের পরিবর্তে বাড়িতে মদ খেতে বলা। বাচ্চাদের সামনে এটা করলে তারা লজ্জিত হবে এবং তারা ধীরে ধীরে নিজেরাই মদ খাওয়া বন্ধ করে দেবে।

'মদ্যপান ছাড়তে স্বামীদের বাড়িতেই মদ খেতে বলুন', মহিলাদের পরামর্শ মন্ত্রীর
Aajtak Bangla
  • ভোপাল,
  • 29 Jun 2024,
  • अपडेटेड 8:20 AM IST
  • পুরুষদের মদ্যপান থেকে বিরত থাকতে স্ত্রীদের অদ্ভুত পরামর্শ দিয়ে খবরে মধ্যপ্রদেশের এক মন্ত্রী
  • মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা পরামর্শ দিয়েছেন যে মহিলাদের উচিত তাদের স্বামীদের বাইরের পরিবর্তে বাড়িতে মদ খেতে বলা

পুরুষদের মদ্যপান থেকে বিরত থাকতে স্ত্রীদের অদ্ভুত পরামর্শ দিয়ে খবরে মধ্যপ্রদেশের এক মন্ত্রী। ভোপালে মাদকবিরোধী সচেতনতা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মধ্যপ্রদেশের সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা পরামর্শ দিয়েছেন যে মহিলাদের উচিত তাদের স্বামীদের বাইরের পরিবর্তে বাড়িতে মদ খেতে বলা। বাচ্চাদের সামনে এটা করলে তারা লজ্জিত হবে এবং তারা ধীরে ধীরে নিজেরাই মদ খাওয়া বন্ধ করে দেবে।

তিনি বলেন, 'মা-বোনেরা যদি চান আমার স্বামী মদ না খান, তাহলে আগে তাঁকে বলুন, সে যেন বাজারে না খায়, সে যেন বাড়িতে খায়। বাড়িতে খেলে বেশি খেতে পারবে না। ধীরে ধীরে খাওয়া বন্ধ হয়ে যাবে। সে লজ্জিত হবে যে আমি আমার স্ত্রী ও সন্তানদের সামনে মদ্যপান করছি। তাকে আরও বলুন যে শিশুরাও আপনাকে দেখে মদ খাবে। ধীরে ধীরে মদ্যপান বন্ধ হয়ে যাবে, এটা একেবারেই বাস্তব। আপনার স্বামী মদ খাওয়া ছেড়ে দেবে।'

মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা আরও বলেন, 'মহিলারা তাঁদের স্বামীদের সিলিন্ডার দেখান যারা মদ খান। যারা মদ খেয়ে বাড়িতে আসে তাদের জন্য খাবার রান্না করবেন না। তাঁদের রুটি বেলা বেলুন দেখান। মহিলারা নিজেদের গ্যাং তৈরি করুন। সামাজিক মূল্যবোধের কারণে অনেকেই এটা করতে পারছেন না, কিন্তু অন্যায় বন্ধে মূল্যবোধ যেন না আসে।' কুশওয়াহা মদ নিষেধাজ্ঞা নিয়েও তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন যে এটি এমন রাজ্যগুলিতেও পাওয়া যায় যেখানে মদ নিষিদ্ধ রয়েছে। বিহার ও গুজরাতে মদ নিষিদ্ধ, কিন্তু সেখানেও গোপনে বিক্রি হয়। নিষেধাজ্ঞার একমাত্র সমাধান জনসচেতনতা।

নারায়ণ সিং কুশওয়াহার বক্তব্যের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া সেলের প্রধান মুকেশ নায়ক বলেন, 'মন্ত্রী যা বলেছেন তাঁর উদ্দেশ্য ঠিক, কিন্তু বলার ধরন ভুল। বাড়িতে মদ্যপান করলে ঘর বিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং পারিবারিক হিংসা দেখা দেবে। তাঁর মদ না খেতে বলা উচিত ছিল।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement