
ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। তবে এমন পরিস্থিতিতেও IPL-এর মিনি অকশনে বাংলাদেশের মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। যার জন্য সারা দেশেই সমালোচনা সহ্য করতে হচ্ছে কেকেআর-কে। আর এমন উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই বিজেপি নেতা সঙ্গীত সোম আরও এক কদম এগিয়ে শাহরুখ খানকে দেশদ্রোহী বলে বসলেন। তাঁর মতে, শাহরুখের এই দেশে থাকার কোনও অধিকার নেই।
কী বলেন সঙ্গীত সোম?
কেকেআর-এর মুস্তাফিজুরকে কেনার জন্য নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সঙ্গীত সোম। মেরাঠের একটি জনসভা থেকে তিনি বলেন, 'একদিকে বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে। অন্যদিকে আবার সেই দেশের ক্রিকেটারদেরই কেনা হচ্ছে। শাহরুখ খান ৯ কোটি টাকা খরচ করে মুস্তাফিজুর রহমানকে কিনেছে। আজ বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠছে। আমাদের প্রধানমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। তবে শাহরুখ খানের মতো দেশদ্রোহী তাদের সাহায্য করছে ৯ কোটি টাকা দিয়ে কিনে। এদের এই দেশে থাকার কোনও অধিকার নেই।' তিনি আরও দাবি করেন, IPL খেলতে যদি মুস্তাফিজুর ভারতে পা রাখে, তাহলে সেটা ভাল হবে না। তাঁর কথায়, 'এয়ারপোর্ট থেকে বেরতে পারবে না মুস্তাফিজুর রহমান।'
তবে শুধু সঙ্গীত সোম নন, এছাড়াও অনেকেই মুস্তাফিজুরকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানের নিন্দায় সরব হয়েছেন। এই যেমন পরিচিত ধর্মগুরু দেবকিনন্দন ঠাকুরও শাহরুখ খান এবং কেকেআর-এর সমলোচনা করেছেন। ও দিকে আবার একদম এগিয়ে গিয়েছেন জগদগুরু স্বামী রামভদ্রাচার্যও। তিনি শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ ও ‘চরিত্রহীন’ বলে ঘোষণা করে দেন।
শাহরুখকে আক্রমণ করতে ছাড়েনি শিবসেনাও। তাঁদের পক্ষ থেকে আনন্দ দুবে ANI-তে শাহরুখ খানের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি বলেন 'কেকেআর থেকে যদি শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে বাদ দেন, তাহলে আমরা তাঁকে অবশ্যই সম্মান জানাব। কিন্তু এই প্লেয়ারকে খেলালে এবং টাকা কামালে অবশ্যই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে হিসেবেই দেখা হবে। আর আমরা এটা কোনওভাবেই মেনে নেব না।'
শাহরুখের পাশে রয়েছে কংগ্রেস...
এমন পরিস্থিতিতে অবশ্য শাহরুখ খানের হাত শক্ত করে ধরেছে কংগ্রেস। তাদের পক্ষ থেকে সাংসদ মানিকম ঠাকুর এক্স-এ লেখেন, 'শাহরুখকে দেশদ্রোহী বললে ভারতের বহুত্ববাদে আঘাত করা হয়। ঘৃণার মাধ্যমে কখনও দেশপ্রেম বোঝানো যায় না। আরএসএস সমাজে বিষ ছড়ানো এখনই বন্ধ করে দিন।'