Advertisement

দলের অন্দরেই প্রবল চাপে বিপ্লব, নালিশ জানাতে দিল্লির দ্বারস্থ বিধায়করা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ, তাও আবার খোদ বিজেপি বিধায়কদেরই। এবার সেই অভিযোগ নিয়েই দিল্লির দ্বারস্থ ত্রিপুরার ১১ বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন সুশান্ত চৌধুরী, পরিমল দেব বর্মা, অতুল দেব বর্মা, আশিস দাস, রাম প্রসাদ পালের মত বিধায়করাও। নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন তাঁরা।

বিপ্লব দেববিপ্লব দেব
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2020,
  • अपडेटेड 1:16 PM IST
  • বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ
  • অসংবেদনশীলতার অভিযোগ দলীয় বিধায়কদের
  • দিল্লির দ্বারস্থ ত্রিপুরার ১১ বিজেপি বিধায়ক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ, তাও আবার খোদ বিজেপি বিধায়কদেরই। এবার 
সেই অভিযোগ নিয়েই দিল্লির দ্বারস্থ ত্রিপুরার ১১ বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন সুশান্ত চৌধুরী, 
পরিমল দেব বর্মা, অতুল দেব বর্মা, আশিস দাস, রাম প্রসাদ পালের মত বিধায়করাও। নিজেদের 
অভাব অভিযোগের কথা জানাতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন তাঁরা। 

বিপ্লবের বিরুদ্ধে কী অভিযোগ ?

বিধায়কদের অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের দলের বিধায়ক ও মন্ত্রীদের প্রতি অসংবেদনশীল।
এমনকি দলের যে সমস্ত পুরনো কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে ২৫ বছরের বাম সরকারের
পতন ঘটিয়েছেন তাঁদের প্রতিও একই আচরণ তাঁর। ইতিমধ্যেই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক 
বি এল সন্তোষের সঙ্গে দেখা করেছেন রাম প্রসাদ পাল। তাঁর দাবি আরও ২৫ জন এমন বিধায়ক
রয়েছেন যাঁরা এই মুহূর্তে সরাসরি বিপ্লব দেবের বিরোধিতা না করলেও রাজ্য নেতৃত্বের প্রতি আস্থা 
হারাচ্ছেন। এমনকি সরকারের আরও এক সরিক দল আইপিএফটির বিধায়ক কল্যাণী রায়ের সঙ্গেও
মুখ্যমন্ত্রীর মতপার্থক্যের কথা কিছুদিন আগে প্রকাশ্যে আসে। 

আরও পড়ুন

দলের প্রতি আস্থাশীল

বিপ্লদেবের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল বিধায়করা। এক্ষেত্রে 
তাঁদের কথা কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিয়েই শুনবেন বলে আশা বিধায়কদের। সেই উদ্দেশ্যে চলতি 
সপ্তাহেই দলের সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে
চেখা করতে চাইছেন তাঁরা। এবিষয়ে মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাঁদের সাহায্য করছেন। এখন দেখার 
বিধায়কদের অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্নেহধন্য বিপ্লব দেবের বিরুদ্ধে কী পদক্ষেপ করে 
বিজেপি।

Read more!
Advertisement
Advertisement