Advertisement

Dilip Ghosh at Loksabha: 'আমার ভাগ্যই খারাপ, বাংলা থেকে এসেছি,' লোকসভায় রাজ্যের দুর্নীতিতে সরব দিলীপ

লোকসভায় চলছে বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনে অংশ নিতে এখন রাজধানী দিল্লিতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে রোজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে রাজ্য রাজনীতির নান বিষয়ে মত প্রকাশ করা দিলীপ ঘোষের দৈনিক রুটিনের প্রায় অংশ হয়ে গিয়েছে। দিল্লিতে গিয়েও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বাংলার রাজনীতি নয়ে সমান ভাবে সরব। রাজ্যের দুর্নীতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন দিলীপবাবু।

লোকসভায় রাজ্যের দুর্নীতি নিয়ে বিস্ফোরক দিলীপ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 10:20 AM IST

লোকসভায় চলছে বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনে অংশ নিতে এখন রাজধানী দিল্লিতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে রোজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে রাজ্য রাজনীতির নান বিষয়ে মত প্রকাশ করা দিলীপ ঘোষের দৈনিক রুটিনের প্রায় অংশ হয়ে গিয়েছে। দিল্লিতে গিয়েও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বাংলার রাজনীতি নয়ে সমান ভাবে সরব। রাজ্যের দুর্নীতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন দিলীপবাবু।

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন মেদিনীপুরের সাংসদ লোকসভায় বলেন,  “আমার ভাগ্যই খারাপ আমি বাংলা থেকে এসেছি। কারণ সেখানে যে সরকার রয়েছে তারা সড়ক যোজনার টাকা আত্মসাৎ হয়েছে। নারেগার টাকা লুট হয়। আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়। এমনকী শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়।” এরপর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, “বাংলার হাসপাতালে চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসার জন্য ওড়িশা-মুম্বই-ভেলোর যেতে হয়। অথচ এখানে কোনও সুবিধা নেই। আর সব থেকে বড় দুর্নীতি হয়েছে শিক্ষা-ব্যবস্থায়। যেসকল ছেলে-মেয়েরা এসএসসি পাশ করেছেন তাঁরা এখন ধর্নায় বসে আসেন রাস্তায়। ওদের চাকরি চাই অথচ ওদের চাকরি নেই।”

প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে সরকারকে নিশানা করে চলেছে বিজেপি শিবির। এর আগে রাজ্যে এসে বিজেপি সভাপতি বলেন, ‘বাংলায় আবাস যোজনার টাকা খেয়ে নিয়েছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না। বাংলার কি হাল করে ছেড়েছ দিদি?’ এবার রাজ্যের দুর্নীতি নিয়ে রাজধানীতেও সুর তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার ৩১  জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের  বাজেট অধিবেশন। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রের বাজেট নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, "নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।'' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement