সংসদে পড়ে গিয়ে চোট পেলেন বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। তাঁর অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তখন রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তাঁর গায়ের উপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। সাংবাদিকদের একথা জানান প্রতাপ চন্দ্র সারঙ্গি। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হুইল চেয়ারে বসা অবস্থায় তাঁর ছবিও দেখা গেছে।
এদিকে এই ঘটনা নিয়ে রাহুল গান্ধী প্রতিক্রিয়ায় জানান, বিজেপি সাংসদরা তাঁকে ভিতরে প্রবেশে বাঁধা দিচ্ছিলেন। তা নিয়ে ধাক্কাধাক্কিও হয়। তিনি বলেন, 'বিজেপির সাংসদরা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। আমি ভিতরে প্রবেশের চেষ্টা করলেও তাঁরা আমাকে ধাক্কা দেন। আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঢোকার মুখে এটা হয়েছে।'
বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির অভিযোগ নিয়ে রাহুল আরও বলেন, 'ধাক্কাধাক্কি করে কিছু হয় না। আমি সংসদের ভেতরে যেতে চেয়েছিলাম। সংসদে যাওয়া আমার অধিকার। আমাকে আটকানোর চেষ্টা করা হয়। তারা আমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছিল ও হুমকি দিচ্ছিলেন বিজেপির সাংসদরা। আমি তার প্রতিবাদ করেছি।'
আম্বেডকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য ইস্যুতে সরগরম সংসদ। এই নিয়ে আজ প্রতিবাদ মিছিল করছে ইন্ডিয়া ব্লক। অমিত শাহর পদত্যাগ দাবি করা হয়েছে। এদিন সংসদে আম্বেডকরের মূর্তি থেকে মকরদ্বার পর্যন্ত এই পদযাত্রা করা হয়। কংগ্রেসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেডকরকে অপমান করেছেন। তাঁর অপরাধ ক্ষমার অযোগ্য। তবে তিনি ক্ষমা চাওয়ার বদলে হুমকি দিচ্ছেন।