Advertisement

BJP New President: বিজেপির নতুন সভাপতি কে? এপ্রিলের তৃতীয় সপ্তাহেই নাম ঘোষণার সম্ভাবনা

জেপি নাড্ডার পর কে হবেন বিজেপির সভাপতি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা চলছে। শুক্রবার শেষ হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সূত্রের খবর, তারপরই এই নিয়ে জোর তৎপরতা শুরু হতে পারে। সূত্রের আরও দাবি, এপ্রিলের তৃতীয় সপ্তাহেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 8:05 AM IST
  • জেপি নাড্ডার পর কে হবেন বিজেপির সভাপতি?
  • এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে।
  • এপ্রিলের তৃতীয় সপ্তাহেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। 

জেপি নাড্ডার পর কে হবেন বিজেপির সভাপতি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা চলছে। শুক্রবার শেষ হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সূত্রের খবর, তারপরই এই নিয়ে জোর তৎপরতা শুরু হতে পারে। সূত্রের আরও দাবি, এপ্রিলের তৃতীয় সপ্তাহেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। 

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও দলের সভাপতির নাম আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে। 

এর আগে, বিজেপির এক শীর্ষ  নেতাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছিল যে, ফেব্রুয়ারির শেষেই নাড্ডার উত্তরসূরি বাছা হতে পারে। এক নেতা জানিয়েছিলেন, 'আশা করছি, নতুন বিজেপি সভাপতি ফেব্রুয়ারির শেষেই দায়িত্বভার গ্রহণ করবেন।' তবে ফেব্রুয়ারি পার হয়ে এপ্রিল হয়ে গিয়েছে। এখনও বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হয়নি।


নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি কাকে করা হবে, এই নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কোনও নাম জানা যায়নি। ওই নেতা জানিয়েছিলেন, সরকারের কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে। আবার দলীয় সংগঠনের কেউও এই দায়িত্ব সামলাতে পারেন। কাকে সভাপতি করা হবে, সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

প্রসঙ্গত, ২০২৪ সালে তৃতীয় মোদী সরকারে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে নাড্ডাকে। পাশাপাশি, তিনি বিজেপি সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতেই নাড্ডাকে সভাপতি করা হয়েছিল। সভাপতি পদে মেয়াদ ৩ বছরের। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সেই সময়সীমা নাড্ডার ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এবার নতুন বছরে নাড্ডাকে বিজেপি সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। 

অন্য দিকে, বাংলায় বিজেপির সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত। এবার তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। মেয়াদ শেষ হলে সুকান্তের জায়গায় অন্য কাউকে আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সুকান্তকেই বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement