২০২৪ সালের লোকসভা ভোটের আগে ৫ রাজ্যের বিধানসভার ভোটকে যদি সেমি ফাইনাল বলা হয়, তা হলে বলতেই হয়, বিজেপি-র সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম্যান্স। রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে জয়ে পরে মোটামুটি একটি বিষয় নিশ্চিত, হিন্দি বলয়ে বিজেপি-র জনপ্রিয়তা আরও বেড়েছে।
৩ রাজ্যে জয়ের পরে ভারতের যা চিত্র, তাতে দেখা যাচ্ছে, বিজেপি এই মুহূর্তে দেশে ২৮টি রাজ্যের মধ্যে ১২টি রাজ্যে ক্ষমতায়। কংগ্রেসের ঝুলিতে রয়েছে মাত্র ৩টি রাজ্য। এগুলি হল, তেলঙ্গানা, কর্নাটক ও হিমাচলপ্রদেশ।
১২টি রাজ্য বাদ দিলেও বিজেপি জোট সরকারে ক্ষমতায় রয়েছে ৪টি রাজ্যে। মহারাষ্ট্র, নাগাল্যান্ড, সিকিম ও মেঘালয়ে। ২০১৪ সাল থেকে তথ্য একত্র করলে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিকে দ্রুত গতিতে বেড়েছে বিজেপি।
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে, ভারত ভূখণ্ডের ৫৮ শতাংশ বিজপি-র দখলে। কংগ্রেস শাসিত রাজ্যগুলি ধরলে, ৪১ শতাংশ ভারত ভূখণ্ড কংগ্রেসের দখলে।
রবিবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'জনতা জনার্দনের সামনে আমরা মাথা নত করছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফল এই ইঙ্গিতই দিচ্ছে যে, ভারতের মানুষ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে, যার জন্য বিজেপি দাঁড়িয়ে রয়েছে। এই দ্বিধাহীন সমর্থনের জন্য এই তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে চাই। আশ্বাস দিচ্ছি যে, তাঁদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব।' ২৩০ আসনের মধ্যপ্রদেশে ১৬৪টি, ৯০ আসনের ছত্তিশগড়ে ৫৬টি এবং ১৯৯ আসনের রাজস্থানে ১১৬টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। ফল প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মীদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, 'কঠোর পরিশ্রমী কার্যকর্তাদেরও বিশেষ ধন্যবাদ। তাঁরা প্রত্যেকেই আদর্শ। তাঁরা ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করে গিয়েছেন, মানুষের কাছে আমাদের উন্নয়নের লক্ষ্যকে তুলে ধরেছেন।'