নয়া সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। জেপি নাড্ডার উত্তরসূচি খোঁজার পালা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে খবর। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই পদে রয়েছেন নাড্ডা। তার আগে ২০১৯ সালে তিনি ছিলেন কার্যকরী সভাপতি। ফলে কার হাতে দলের ব্যাটন সঁপে যাবেন, সে দিকেই তাকিয়ে সকলে।
কবে ঘোষণা হবে নয়া সভাপতির নাম?
অক্টোবর-নভেম্বর মাসেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। গেরুয়া শিবির সূত্রে খবর, এই নির্বাচণের দিনক্ষণ ঘোষণার আগেই BJP নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণা করে দেবে।
সম্ভাব্য সভাপতি কে?
জানা গিয়েছে, BJP একটি প্যানেল গঠন করেছে। দলের শীর্ষ পদের জন্য যোগ্যতমের সন্ধান করছে যে প্যানেল। আগামী ৯ সেপ্টেম্বর রয়েছে দেশের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। জানা গিয়েছে, ওই তারিখের পর BJP-র সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া আরও গতি পাবে। তারপরই নয়া সভাপতির নাম ঘোষণার দিনক্ষণও জানাবে পদ্ম শিবির।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, ধর্ম, জাতি এবং সামাজিক অবস্থার ঊর্ধ্বে উঠে কোনও মুখকে বেছে নেওয়া হবে সভাপতি হিসেবে। সংগঠনে জোড় দিতে পারবেন, এমন কোনও ব্যক্তিই হবেন দলের সর্বভারতীয় মুখ। তবে নাম নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। গোটাটাই হতে চলেছে বড় একটি সারপ্রাইজ। এমনটাই চর্চা হচ্ছে দলের অন্দরে। জাতীয় স্তরে সংগঠনের জোড় রয়েছে এমন কোনও বর্ষীয়ান নেতাকেই এই গুরুদায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
তবে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার আগে একে একে বেছে নেওয়া হবে উত্তরপ্রদেশ, গুজরাট এবং কর্নাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির সভাপতিদের। উত্তরপ্রদেশে BJP-র ন্যাশনাল কাউন্সিলের অন্যতম সদস্য হতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট থেকে দলের ন্যাশনাল কাউন্সিল মেম্বার হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে এই দুই শীর্ষনেতাই দুই রাজ্যের সভাপতি নির্বাচনের মনোনয়নে প্রস্তাবকের ভূমিকা পালন করতে পারবেন।