Advertisement

SIR: 'পারলাম না...' অঝোরে কেঁদে আত্মহত্যা BLO-র, VIDEO VIRAL

কঠোর পরিশ্রম করেও SIR-এর টার্গেট পূরণ হয়নি। কাঁদতে কাঁদতে শেষ ভিডিও রেকর্ড করলেন BLO। তারপরই উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। একটি ২ পাতার সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কী লিখেছেন এই বুথ লেভেল অফিসার?

আত্মঘাতী BLOআত্মঘাতী BLO
Aajtak Bangla
  • মোরাদাবাদ, উত্তরপ্রদেশ,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 12:58 PM IST
  • SIR টার্গেট পূরণ হয়নি
  • আত্মঘাতী উত্তরপ্রদেশের BLO
  • শেষ ভিডিওতে অঝোরে কান্না

এবার উত্তরপ্রদেশেও SIR-এর চাপে আত্মঘাতী এক BLO। মোরাদাবাদের বুথ স্তরে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজে নিযুক্ত হয়েছিলেন ৪৬ বছরের সর্বেশ সিং। মাত্রাতিরিক্ত চাপ নিতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। মৃত্যুর আগে একটি ভিডিওতে কাঁদতে কাঁদতে সে কথাই বলে গিয়েছেন সর্বেশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সর্বেশ সিং একটি স্কুলের সহকারী শিক্ষক পদে ছিলেন। গত ৭ অক্টোবর থেকে তাঁর কাঁধে বুথ স্তরে SIR প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পড়ে। এই প্রথম ভোটের কাজে নিযুক্ত হয়েছিলেন তিনি। এনুমারেশন ফৎ্ম বিলি করা এবং ভোটারদের তা ফিলআপ করতে সাহায্য করার জন্য এই BLO-রাই পয়েন্ট অফ কনট্যাক্ট। তবে সেই কাজই অতিরিক্ত চাপ হয়ে দাঁড়িয়েছিলেন মোরাদাবাদের সর্বেশ সিংয়ের কাছে। 

সুইসাইড নোট

মৃত্যুর আগে শেষ ভিডিওতে সর্বেশ সিংকে বলতে শোনা গিয়েছে, 'এত চাপ নেওয়ার পরও আমি সময়মতো কাজ শেষ করতে পারছি না।' কান্নায় ভেঙে পড়েছেন সর্বেশ। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে তাঁর স্ত্রী বাবলি দেবী স্টোর রুমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। হাতে লেখা একটি দু'পাতার সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যেখানে জেলা শিক্ষা আধিকারিককে উদ্দেশ করে সর্বেশ লিখেছেন, সময়মতো তিনি SIR-এর কাজ শেষ করতে পারেননি। সর্বেশ লিখে গিয়েছেন, 'আমি দিনরাত পরিশ্রম করেছি। SIR টার্গেট পূরণ করতে পারিনি। আতঙ্কে রাত কাটছিল না আমার। ২-৩ ঘণ্টার বেশি ঘুমোতেও পারিনি। আমার ৪ মেয়ে রয়েছে। ২ জন অসুস্থ। আমায় ছেড়ে দিন।'

পুলিশ আধিকারিক আশিস প্রতাপ সিং বলেন, 'সুইসাইড নোটে উল্লেখ করা ছিল, BLO-র ডিউটির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না উনি।'

টানা সার্ভে তলায় সর্বেশ সিং মানসিক চাপ নিতে পারছিলেন না। জেলাশসাক অনু কুমার বলেন, 'উনি আত্মহত্যা করেছেন বলেই তদন্তে উঠে এসেছে। ওঁর কাজ করার দক্ষতা অসাধারণ ছিল। অঙ্গনওয়াড়ি কর্মীরাও ওঁকে সাহায্য করছিলেন। প্রশাসনিক এবং পুলিশ স্তরে তদন্ত চলছে। পরিবারকে সবধরনের সহযোগিতা করা হবে।'

Advertisement

গত কয়েক সপ্তাহে কেবলমাত্র বাংলা নয়, অনেক রাজ্য থেকেই SIR-এর কাছে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। প্রত্যেকেরই অভিযোগ, মাত্রাতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না তাঁরা। অনেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি। কারও হার্ট অ্যাটাক, কারও আবার ব্রেন স্ট্রোক হয়েছে। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement