Advertisement

BMC Election Results 2026: মুম্বই পুরভোটে পদ্ম-চিহ্নে জয়ী বাঙালি কন্যা, উৎফুল্ল বঙ্গ BJP

মুম্বই পুরসভা নির্বাচনে একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন এক বাঙালি কন্যা। থানেসংলগ্ন মীরা-ভায়ান্দর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জয়া রথীন দত্ত। তিনি প্রথম মহিলা বাঙালি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ নজির গড়লেন।

মুম্বই পুরভোটে জয়ী জয়া রথীন দত্ত।-ফাইল ছবিমুম্বই পুরভোটে জয়ী জয়া রথীন দত্ত।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 8:09 PM IST
  • ভেঙে গেল ঠাকরে দুর্গ। মুম্বই পুরসভা নির্বাচনে ফুটল পদ্ম।
  • দেশের সবথেকে ধনী পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নির্বাচনে জয়ের পথে বিজেপি-শিবসেনা মহাযুতি।

ভেঙে গেল ঠাকরে দুর্গ। মুম্বই পুরসভা নির্বাচনে ফুটল পদ্ম। দেশের সবথেকে ধনী পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নির্বাচনে জয়ের পথে বিজেপি-শিবসেনা মহাযুতি। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ২২৭টি ওয়ার্ডের মধ্যে জোট ১১৬টিতে এগিয়ে রয়েছে। এর মধ্যে বিজেপি একা ৮৮টি আসনে এবং শিবসেনা ২৮টি ওয়ার্ডে এগিয়ে। এই ফলাফলেই স্পষ্ট, মুম্বইয়ের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র এবার গেরুয়া শিবিরের দখলে যেতে চলেছে।

এরই পাশাপাশি এসেছে আরও এক বড় চমক। মুম্বই পুরসভা নির্বাচনে একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন এক বাঙালি কন্যা। থানেসংলগ্ন মীরা-ভায়ান্দর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জয়া রথীন দত্ত। তিনি প্রথম মহিলা বাঙালি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ নজির গড়লেন।

 

উল্লেখ্য, শেষবার ২০১৭ সালে মুম্বই পুরসভা নির্বাচন হয়েছিল। সেই সময় শিবসেনাই ছিল শাসক দল। তবে এবারের নির্বাচনে সেই দুর্গে বড়সড় ফাটল ধরিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে গেল। ফলপ্রকাশের আগেই বিজেপি গতবারের ৮২ আসনের রেকর্ড ছাপিয়ে ৮৮টি আসনে এগিয়ে পড়ে। এই সাফল্যের পর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার ফলেই বিজেপি একের পর এক নির্বাচনে সাফল্য পাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এই জয়ের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'মহারাষ্ট্র পুরসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটের বিপুল জয়ের জন্য সেখানকার বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন। পাশাপাশি মীরা-ভায়ান্দর পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে প্রথম মহিলা বাঙালি কর্পোরেটর হিসেবে ৭৭০৫ ভোটে নির্বাচিত হওয়ায় শ্রীমতি জয়া রথীন দত্তকেও গেরুয়া অভিনন্দন।'

তিনি আরও লেখেন, ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্য মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পুরসভায় এক বাঙালি বোনকে নির্বাচিত করার জন্য সেখানকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement