বিহারের বাগমতী নদীতে নৌকাডুবি। নৌকাতে ৩০ জন শিশু ছিল বলে জানা গিয়েছে। ২০ জনকে উদ্ধার করা হয়েছে। বেনিওয়াদ ওপি এলাকার মধুরপট্টি ঘাটে দুর্ঘটনাটি ঘটে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ জন। জোর কদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গিয়েছে, নদী পেরিয়ে স্কুলে যেতে হয় শিশুদের। আজও নৌকাতে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। ছোট নৌকায় করে নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। তারা এনডিআরএফ-র দলকে খবর দেয়। এনডিআরএফ-র দলও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত শিশুদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
BIG ACCIDENT IN MUZAFFARPUR BIHAR
The boat carrying children going to school capsized in Muzaffarpur.. About 34 children were on board the boat. Many children were reported missing. Police reached the spot and NDRF is being called.#Bihar #India #Muzaffarpur #Boatcapsized… pic.twitter.com/U4E2rsrPJ8
এর আগে গত বছরের অক্টোবরে বিহারের গন্ডক নদীতে একটি নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়। ২৩ জনকে উদ্ধার করা হয়েছিল।