Advertisement

BLO death: বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের দাবি, SIR-এর কাজের চাপে আত্মহত্যা

উত্তর কেরলের কান্নুর জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপই এক বুথ লেভেল অফিসারের (BLO) আত্মহত্যার কারণ বলে দাবি করেছে তাঁর পরিবার।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 6:30 PM IST
  • উত্তর কেরলের কান্নুর জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপই এক বুথ লেভেল অফিসারের (BLO) আত্মহত্যার কারণ বলে দাবি করেছে তাঁর পরিবার।
  • রবিবার পয়ান্নুরে নিজের বাড়ির প্রথম তলার হলে গলা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় অনিশ জর্জ (বয়স ৪০-এর কাছাকাছি), যিনি পয়ান্নুর সরকারি স্কুলে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

উত্তর কেরলের কান্নুর জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপই এক বুথ লেভেল অফিসারের (BLO) আত্মহত্যার কারণ বলে দাবি করেছে তাঁর পরিবার। রবিবার পয়ান্নুরে নিজের বাড়ির প্রথম তলার হলে গলা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় অনিশ জর্জ (বয়স ৪০-এর কাছাকাছি), যিনি পয়ান্নুর সরকারি স্কুলে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। এবং নির্বাচনী দায়িত্বে তিনি ছিলেন বুথ লেভেল অফিসার।

পুলিশ জানিয়েছে, তিনি গত কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। পরিবারের দাবি SIR-সম্পর্কিত ফর্ম পূরণ, যাচাই এবং এলাকাবাসীর কাছে ফর্ম বিতরণ, এই সব কাজ একা সামলানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।

মৃত ব্যক্তির পরিবারের ঘনিষ্ঠ বন্ধু শ্যাম জানান, অনিশ জর্জ শনিবার রাত আড়াইটা পর্যন্ত কাজ করছিলেন। নির্বাচন কমিশনের সময়সীমা মেনে SIR-এর ফর্ম পূরণ ও বিতরণের তাড়া ছিল। তিনি বলেছিলেন যে এই চাপ তিনি আর নিতে পারছেন না।
ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। ক্ষমতাসীন সিপিআই(এম) এবং বিরোধী কংগ্রেস উভয়েই SIR বাস্তবায়নের কঠোরতা ও কর্মীদের উপর চাপ নিয়ে অভিযোগ তুলেছে। সিপিআই(এম) নেতা এম ভি জয়রাজন বলেন, 'অতিরিক্ত কাজের চাপই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমরা বহুদিন ধরেই BLO-দের ওপর চাপ নিয়ে কথা বলছি। SIR বাস্তবায়ন অবিলম্বে স্থগিত করা উচিত।'

অন্যদিকে, কংগ্রেস নেতা রিজিল মাক্কুট্টি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা পূরণ করতে তড়িঘড়ি SIR চালু করেছে, যার ‘শিকার’ হয়েছেন অনিশ জর্জ।

তবে মুখ্য নির্বাচনী কর্মকর্তা রথন ইউ কেলকার জানিয়েছেন যে পুরো ঘটনার রিপোর্ট কান্নুর জেলা কালেক্টরের কাছ থেকে চাওয়া হয়েছে। তিনি বলেন, 'BLO-দের সাধারণত অতিরিক্ত কাজের চাপ থাকার কথা নয়। SIR-এর ৩১ দিনের সময়সীমায় তাদের অন্য কোনও দায়িত্ব থাকে না। পুলিশি তদন্তে সবকিছু পরিষ্কার হবে।'

এদিকে এখনো পর্যন্ত আত্মহত্যার ঘটনায় কোনো সুস্পষ্ট চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। মৃত্যুর কারণ, কাজের চাপের প্রকৃতি এবং SIR বাস্তবায়ন সংক্রান্ত বাস্তব পরিস্থিতি জানতে সমান্তরাল তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement